স্পোর্টস ডেস্ক:: তিন ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টি-২০ সিরিজ খেলতে শনিবার ঢাকায় এসেছে আফগানিস্তান দল। রশিদ, নবি, মুজিব, হাসমতউল্লাহসহ পূর্ণশক্তির আফগানরা ঢাকায় এসেছে ওডিআই সিরিজ খেলতে।
শনিবাল বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানব্ন্দরে পৌঁছায় আফগানিস্তান ক্রিকেট দল। ঘন্টা তিনেক বিমানবন্দরে বিশ্রাম করেই রাত ৮টার ফ্লাইটে চট্টগ্রামের পথে রওয়ানা দেয় অতিথিরা।
আগামি ৫ জুলাই থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে ওডিআই সিরিজ। সিরিজের সবগুলো ম্যাচই হবে সাগরিকায়। এরপর শুরু হবে দুই ম্যাচের টি-২০ সিরিজ। সংক্ষিপ্ত ফরম্যাটের সিরিজটি হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
পূর্ণাঙ্গ এই সিরিজের একমাত্র টেস্ট ম্যাচটি ঈদের আগে খেলে যায় আফগানিস্তান। বাংলাদেশ দল বড় ব্যবধানে জয় তুলে নেয় টেস্ট ম্যাচটিতে। সাদা পোশাকের পর এবার দুই দলের সাদা বলের সিরিজ শুরু হবে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post