স্পোর্টস ডেস্ক:: শহীদ আফ্রিদী এর আগেও বাংলাদেশের এসেছেন। বিপিএলে খেলেছেন। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটে তিনি খেলেছেন সিলেট সুপার স্টার, রংপুর রাইডার্স, ঢাকা ডায়নামাইটস, ঢাকা গ্লাডিয়েটর্স, কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ঢাকা প্লাটুনের হয়ে। বিপিএলে চার-ছক্কায় দর্শকদের মুগ্ধ করেছেন।
এবার সেই আফ্রিদী এলেন আরো একবার। সেই বিপিএলেই। তবে এবার পরিচয় ভিন্ন। ক্রিকেটার নয়, মেন্টরের ভূমিকায়। বিপিএলের ফ্র্যাঞ্চাইজি চিগাং ভাইকিংসের মেন্টরের দায়িত্ব পালন করবেন পাকিস্তানের সাবেক এই জনপ্রিয় ‘কিংবদন্তী।’
চিটাগাং কিংস মাস দু’এক আগেই জানিয়ে ছিলে, এবার তাদের সঙ্গী হবেন শহীদ আফ্রিদী। মেন্টরের ভূমিকায় দলে থাকবেন তিনি। কথা মতো বিপিএল শুরুর আগে বাংলাদেশে চলে এসেছেন এই সাবেক ক্রিকেটার। বাংলাদেশে এসেই বাংলায় কথা বলেছেন তিনি। চট্টগ্রাম কিংস শিবিরে যোগ দিতে যাওয়া আফ্রিদি আজ রোববার ঢাকায় পা রেখেই ভাঙা ভাঙা বাংলায় বললেন, ‘আমি বাংলাদেশে চলে এসেছি।’
বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটের প্রথম আসরেই খেলেছেন পাকিস্তানের সাবেক এই ক্রিকোর। বিপিএলের প্রথম আসরে ঢাকা গ্লাডিয়েটর্সের হয়ে খেলেছেন আফ্রিদি। পরের আসরগুলোয় সিলেট সুপারস্টারস, রংপুর রাইডার্স, ঢাকা ডায়নামাইটস, কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং ঢাকা প্লাটুনের হয়ে খেলেছেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০