স্পোর্টস ডেস্কঃ প্রথমবারের মতো সাফ অনূর্ধ্ব-২০ এর শিরোপা জিতেছে বাংলাদেশ। আর চ্যাম্পিয়ন হওয়ার পরদিনই ট্রফি নিয়ে দেশে ফিরে এসেছে যুবা ফুটবলাররা। বৃহস্পতিবার বিকেলে ঢাকায় অবতরণ করে ট্রফিজয়ীদের বহন করা উড়োজাহাজ।
বৃহস্পতিবার দুপুর ২টা ১০ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার কথা ছিল বাংলাদেশ দলের। ফ্লাইট বিলম্ব হওয়ায় পিছিয়ে যায় বিজয়ীদের বরণ। বিকেল ৪টা ৩৫ মিনিটে অবতরণ করেছে সাফজয়ীদের উড়িয়ে আনা ফ্লাইটটি। এদিকে বয়সভিত্তিক সাফ আসরে চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ দলকে সংবর্ধনা দেয়া হবে।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা রিজওয়ানা হাসান উপদেষ্টা পরিষদের সভা শেষে সাংবাদিকদের জানান, ‘সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হওয়ায় ফুটবল টিমকে সংবর্ধনা দেয়া হবে।’ অন্যদিকে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় জাতীয় ক্রীড়া পরিষদে সাফ অনূর্ধ্ব-২০ জয়ী যুবাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন আসিফ মাহমুদ। মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বার্তায় বিষয়টি জানানো হয়েছে। গণমাধ্যম কর্মীদেরও আমন্ত্রণ জানানো হয়েছে এই অনুষ্ঠানে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০