নিজস্ব প্রতিবেদক:: সিরিজ খেলতে ইংল্যান্ড দল ঢাকায় পৌঁছেছে। শুক্রবার সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় ইংল্যান্ড দল। দুই গ্রুপে ভাগ হয়ে ঢাকায় এসেছেন ইংলিশরা।
আগের দিনই এসেছেন ইংল্যান্ডের টিম ম্যানেজার। ইংল্যান্ড লায়ন্স দলের হয়ে শ্রীলঙ্কা সফরে থাকা এক ক্রিকেটার আগেই আসেন ঢাকায়। শুক্রবার দলের বাকী সদস্যরাও বাংলাদেশে পা রাখেন। বিমানবন্দর থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থায় ইংলিশ ক্রিকেটারদের টিম হোটেলে নিয়ে যাওয়া হয়েছে।
আজ শুক্রবার বিশ্রামে থাকবেন ক্রিকেটাররা। শনিবার থেকেই শুরু হবে তাদের অনুশীলন পর্ব। মিরপুরের হোম অব ক্রিকেটে ১ মার্চ থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ৩ মার্চ দ্বিতীয় ওয়ানডেও মিরপুরে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে সিরিজের শেষ ওয়ানডে। সাগরিকায় শুরু হবে টি-২০ সিরিজ।
তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে ইংল্যান্ড। স্বাগতিক বাংলাদেশ দলও ইতিমধ্যে প্রস্তুুতি শুরু করে দিয়েছে। নতুন কোচ চন্ডিকা হাথুরুসিংহেও দায়িত্ব বুঝে নিয়েছেন। ইংলিশ বধের রণ কৌশলে ব্যস্ত তিনি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/০০00
Discussion about this post