নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের খেলা বৃষ্টির কারণে শুরু করা যায় নি। এর আগে প্রথমদিনও হানা দিয়েছিল বৃষ্টি। তবে বৃহস্পতিবার সকালের এই বৃষ্টির প্রকোপ আরও বেশি। সকাল থেকে ঢাকা তথা দেশের বিভিন্ন অঞ্চলে ঝরছিল গুঁড়িগুঁড়ি বৃষ্টি। সকাল ৯টার পরে বেড়ে যায় মিরপুর অঞ্চলের বৃষ্টির মাত্রা। উইকেট ও এর চারপাশ পুরোটা কভারে ঢাকা।
ম্যাচের চতুর্থ আম্পায়ার তানভির আহমেদকে কিছুক্ষণ মাঠকর্মীদের সঙ্গে পিচ কভারের পাশে দাঁড়িয়ে আলোচনা করতে দেখা গেছে (এই প্রতিবেদন লেখার)। বৃষ্টি বাড়ায় তারা দ্রুতই মাঠ ছেড়ে বেরিয়ে গেছেন। এর আগে প্রথমদিন আলোর স্বল্পতার কারণে খেলা প্রায় ১৫ মিনিট আগে শেষ হয়। আজ দ্বিতীয় দিনে তাই নির্ধারিত সাড়ে ৯টার জায়গায় ৯.১৫ মিনিটে খেলা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু মিরপুরে সকাল থেকেই গুঁড়িগুঁড়ি বৃষ্টি তা হতে দেয়নি।
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্রে নিজেদের প্রথম ম্যাচ জিতে দুই ম্যাচের টেস্ট সিরিজে এগিয়ে আছে বাংলাদেশ। দ্বিতীয় টেস্টের প্রথম দিনের শেষ বিকেলে নিউজিল্যান্ডের পাঁচ উইকেট তুলে নিয়েছে টাইগাররা। প্রথম ইনিংসে বাংলাদেশের ১৭২ রানের জবাবে এখন পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ৫৫ রান। ড্যারিল মিচেল ও গ্লেন ফিলিপস দ্বিতীয় দিনের খেলা শুরু করবেন। টাইগারদের ৫ উইকেটই নিয়েছেন দুই স্পিনার তাইজুল ইসলাম ও মেহেদি হাসান মিরাজ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০
Discussion about this post