স্পোর্টস ডেস্ক:: ইংল্যান্ডের সেঞ্চুরিয়ান ডেভিড মালান। তার সেঞ্চুরির কাছেই হেরেছে বাংলাদেশ দল। ম্যাচ শেষে জানালেন, বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে প্রাইম দোলেশ্বরের হয়ে খেলেই নিজেকে পরিবর্তন করেছেন। ব্যাটিংয়ে ঘটেছে উন্নতি। ঢাকা প্রিমিয়ার লিগে খেলেছেন ২০১৩ সাল থেকেই। এরপর খেলেছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটেও।
ঢাকা প্রিমিয়ারে প্রাইম দোলেশ্বরের হয়ে খেলা তার খেলোয়াড়ী জীবনে অনেক কাজে দিয়েছে জানিয়ে সেঞ্চুরিয়ান মালান বলেন, ‘সেটা ২০১৩ সালের ঘটনা। ইংলিশ ক্রিকেটার য়াইজ শাহ আরেক ক্রিকেটার রবি বোপারার মাধ্যমে আমাকে ঢাকা প্রিমিয়ার লিগ খেলার অপার দেন। আমি তা গ্রহণ করি। ২ বছর প্রাইম দোলেশ্বরের হয়ে ঢাকা প্রিমিয়ার লিগ খেলি। সেটা আমার খেলোয়াড়ী জীবনে অনেক কাজে দিয়েছে।’
ঢাকা লিগে খেলে কি ভাবে নিজের উন্নতি হয়েছে সেটা জানাতে গিয়ে ডেভিড মালান বলেন, ‘ইংল্যান্ডে স্কোয়ার অফ দ্য উইকেটে খেলা যায়। কিন্তুু এখানে বল দিনের বেলা স্কিড করে। কিন্তুু আবার শেষ বিকেলে স্লথ হয়ে আসে। আমি সেখান থেকে শিখেছি কিভাবে ভিন্ন পরিবেশে স্পিন খেলা যায়। এটা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলার আগের অভিজ্ঞতা। যা আমার ব্যাটিংয়ে কাজে দিয়েছে।’
বুধবার মিরপুরের হোম অব ক্রিকেটে স্বাগতিক বাংলাদেশকে ইংল্যান্ড হারিয়েছে তিন উইকেটের ব্যবধানে। বাংলাদেশের করা ২০৯ রানের জবাবে ইংল্যান্ড ৮ বল হাতে রেখেই ম্যাচ জিতে নেয়। ডেভিড মালানের সেঞ্চুরিতেই ইংলিশরা তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি জিতে লিড নেয়।
বাংলাদেশে খেলে অভিজ্ঞতা সঞ্চয় করেছেন জানিয়ে মালান বলেন, ‘আমি এদেশে খেলে অনেক অভিজ্ঞতা সঞ্চয় করেছি। এখানকার উইকেটে ব্যঅট করা সহজ কাজ নয়। বিশেষ করে শুরুতে স্বচ্ছন্দে খেলা কঠিন। শিশির পড়ার পর একটু সহজ হয়ে যায় উইকেট।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post