নিজস্ব প্রতিবেদক:: বাংলাদেশ দলের ক্যাম্প শুরু হচ্ছে। ইংল্যান্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ক্যাম্প করতে বুধবারই সিলেট যাচ্ছে বাংলাদেশ জাতীয় দল। আগামি মাসেই আইরিশদের বিপক্ষে সিরিজ খেলবে সফরকারী বাংলাদেশ।
আয়ারল্যান্ড সিরিজ শেষে ঘরের মাঠে শুরু হবে আফগানিস্তান সিরিজ। আগামি ১০ জুন পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে আসবে আফগানিস্তান দল। দেশের তিন ভেন্যুতে সিরিজের আটটি ম্যাচ হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তিন ভেন্যুতেই দিয়েছে আফগান সিরিজের ম্যাচ।
মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক টেস্টের পাশাপাশি হবে তিন টি-২০ ম্যাচ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে এক টেস্ট। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে সিরিজেরন তিন ওয়ানডে।
ঢাকায় সিরিজ শুরু হবে টেস্ট দিয়ে। সিরিজের প্রথম টেস্ট ঢাকায়। সিলেটে হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। এরপর চট্টগ্রামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচ এবং ঢাকায় তিন ম্যাচ সিরিজের টি-২০ সিরিজের সবগুলো ম্যাচ দিয়ে শেষ হবে সিরিট।
১০ জুন ঢাকায় আসা আফগানরা মাঠে নামবে তিন দিন পর। ১৪ জুন মিরপুরে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি। এরপর ২৩ জুন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ।
টেস্ট সিরিজের পর শুরু হবে ওয়ানডে সিরিজ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৪ জুলাই শুরু হবে ওয়ানডে সিরিজ। দ্বিতীয় এক দিনের ম্যাচটি হবে ৬ জুলাই। দু’দিন বিরতি দিয়ে সিরিজের শেষ ওয়ানডে ম্যাচটি অনুষ্টিত হবে ৯ জুলাই।
সাগরিকায় ওয়ানডে সিরিজ শেষে মিরপুরের হোম অব ক্রিকেটে শুরু হবে টি-২০ সিরিজ। ১২ জুলাই প্রথম টি-২০ ম্যাচ। এক দিন বিরতি দিয়ে ১৪ জুলাই সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচটি অনুষ্টিত হবে। ১৬ জুলাই অনুষ্টিত হবে সিরিজের শেষ টি-২০ ম্যাচ। এরপরই ঢাকা ছাড়বে আফগানিস্তান দল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post