স্পোর্টস ডেস্ক:: নারীদের সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। ভুটানকে গোল বন্যায় ভাসিয়ে ৭-১ গোলের বিশাল জয়ে আবারো সাফের ফাইনাল খেলবে বাংলার মেয়েরা। সহজ প্রতিপক্ষ পেয়ে রীতিমতো গোল উৎসবে মেতে উঠে তহুরা, সাবিনারা।
সাফের প্রথম সেমিফাইনালে প্রতিপক্ষকে নিয়ে রীতিমতো ছিনিমিনি খেলে বাংলাদেশ নারী দল। কাঠমান্ডুর দশরথ রঙ্গশালায় ফুটবলের রঙ্গমেলায় যেনো মেতে উঠে মেয়েরা। এক তরফা ম্যাচে একের পর এক গোর করতে থাকে বাংলার মেয়েরা। গুণে গুণে সাত গোর দেয় প্রতিপক্ষের জালে।
ম্যাচটির প্রথমার্ধেই বাংলাদেশ লিড নেয়। জয়ের পথ সহজ করে ফেলে। অধিনায়ক সাবিনার জোড়া গোলের সঙ্গে জোড়া গোল করেন তহুরা খাতুন। তাতেই বাংলাদেশ এগিয়ে যায় ৫-১ ব্যবধানে। দ্বিতীয়ার্ধে তহুরা হ্যাটট্রিক পূর্ণ করেন। গোলের তালিকা থেকে বাদ যাননি শিউলি আজিমও। গোলের শুরুটা অবশ্য করেন ঋতৃপর্না। তাতেই দুই অর্ধ মিলিয়ে বাংলাদেশের ৭-১ গোলের বড় জয় নিশ্চিত হয়ে যায়।
ম্যাচের শুরুতেই ঋতৃপর্ণা চাকমার গোলে লিড নেয় বাংলাদেশ। অষ্টম মিনিটে তার গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ। মিনিট সাতেক পরেই ব্যবধান বাড়িয়ে নেন তহুরা। ১৪তম মিনিটে শিউলি থেকে বল পেয়ে বক্সের সামনে থেকে বাঁ পায়ের দারুণ শটে তহুরা ব্যবধান করেন ২-০।
লিডে থাকা বাংলাদেশকে এবার এগিয়ে দেন অধিনায়ক সাবিনা। ম্যাচের ২৫তম মিনিটে তার গোলে বাংলাদেশ এগিয়ে যায় ৩-০ ব্যবধানে। এরপর জোড়া গোল করেন তহুরা। ম্যাচের ৩৪তম মিনিটে তার জোড়া গোলে বাংলাদেশ এগিয়ে যায় ৪-০ ব্যবধানে। প্রতিপক্ষ ভুটান যেনো অসহায় হয়ে পড়ে।
কোণঠাসা ভুটান কোনো সুযোগই পাচ্ছিলো না। চার গোলে এগিয়ে যাওয়ার দুই মিনিট পরেই, অর্থাৎ ম্যাচের ৩৬তম মিনিটে সাবিনার জেড়া গোলে বাংলাদেশ এগিয়ে যায় ৫-০ গােলের ব্যবধানে। এরপরই ভুটান একটি গোল শোধ দেয়। ৪১তম মিনিটে ম্যাচের স্কোর লাইন হয় ৫-১। বড় ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।
বিরতির পরও বাংলাদেশের দাপট অব্যাহত থাকে। ৫৮তম মিনিটে তহুরা খানু হ্যাটট্রিক পূর্ণ করেন। বাংলাদেশ এগিয়ে যায় ৬-১ গোলের ব্যবধানে। ম্যাচের ৭২তম মিনিটে ভুটানের মেয়েদের কফিনে শেষ পেরেক ঠুকে দেন শিউলি আজম। সানজিদার কর্ণার থেকে দারুণ এক হেডে দলের হয়ে সাত নম্বর গোর করেন তিনি। শেষ পর্যন্ত বাংলাদেশ ৭-১ গোলের বড় জয়ে ফাইনাল নিশ্চিত করে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০