স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের পর্দা উঠতে বাকি আর মাত্র ১ দিন। এবারের বিশ্বকাপে আয়োজনকারী দেশ- ভারত। ১০টি দেশ এবার মাতবে বিশ্বকাপ নিয়ে। আফগানিস্তান, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, দক্ষিন আফ্রিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও নেদারল্যান্ডস।
ইতিমধ্যে বিশ্বকাপের এ লড়াইয়ে ১৫ সদস্যের ১০টি দেশ তাদের স্কোয়াড ঘোষণা করেছে। এসব স্কোয়াডে জায়গা পেয়েছে কিছু নতুন মুখ, আবার বাদ পড়েছে অনেক নামিদামি খেলোয়াড়ও। এমনকি গত বিশ্বকাপ খেলেছে এমন খেলোয়াড়রাও রয়েছে।
বিশ্বকাপের আগে তেমন অভাগা ক্রিকেটারদের তালিকা করলে সবার ওপরেই উঠে আসবে বাংলাদেশের সেরা ওপেনার তামিম ইকবালের নাম। এছাড়া পেসার এবাদত হোসেনকেও মিস করবেন দেশের ক্রিকেট প্রেমীরা। ইনজুরিতে এশিয়া কাপের পর বিশ্বকাপও শেষ হয়ে গেছে পেসারের।
এদিকে বিশ্বকাপের অন্যতম আলোচিত বোলার পাকিস্তানের নাসিম শাহ। ইনজুরি ছিটকে দিয়েছে প্রতিভাবান এই পেসারকে। সবশেষ এশিয়া কাপে ইনজুরিতে পড়েছিলেন। সেটাই কাল হয়েছে তার জন্য। বিশ্বকাপটাই শেষ হয়ে গেছে নাসিমের। তাঁর জায়গায় অবশ্য কপাল খুলেছে হাসান আলীর।
ইংলিশ ক্রিকেটার জেসন রয়ের গল্পটা একটু আলাদা। ইংল্যান্ডের বিশ্বকাপের প্রাথমিক দলে জায়গা পেয়েছিলেন এই ওপেনার। তবে, হ্যারি ব্রুককে জায়গা করে দিতে তাকে বাদ দেয় ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ২০১৯ সালের বিশ্বকাপজয়ী ক্রিকেটার ছিলেন রয়।
অন্যদিকে ওয়ানিন্দু হাসারাঙ্গাকে ছাড়াই বিশ্বকাপ খেলতে হবে শ্রীলঙ্কাকে। ইনজুরিতে খেলতে পারেননি এশিয়া কাপ। ভারত বিশ্বকাপেও তাকে থাকতে হবে দর্শক হয়ে। গত লঙ্কা প্রিমিয়ার লিগে চোট পেয়েছিলেন তিনি। এছাড়া ২০২২ সালে নিউজিল্যান্ডের বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার মাইকেল ব্রেসওয়েলও নেই এবারের বিশ্বকাপে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post