নিজস্ব প্রতিবেদক:: সিরিজের তৃতীয় টি-২০ ম্যাচে অবশেষে আগে ব্যাট করলো বাংলাদেশ। আগের দুই ম্যাচ টার্গেটে ব্যাট করে সহজেই জিতে যায় টাইগাররা। এবার তৃতীয় ম্যাচে আগে ব্যাট করে চ্যালেঞ্জিং স্কোর করলো স্বাগতিক বাংলাদেশ।
তাওহীদ হৃদয়ের হাফ সেঞ্চুরির সঙ্গে জাকের অলী অনীকের হাফ সেঞ্চুরি ছুঁই ছুঁই ইনিংসে ভর করে বাংলাদেশ দল ৫ উইকেটে ১৬৫ রান তুলেছে।
১৬৬ রানের টার্গেটে ব্যাট করছে জিম্বাবুয়ে।
টস হেরে ব্যাট করতে নামা বাংলাদেশের শুরুটা অবশ্য খুব একটা ভাল হয়নি। দুই ওপেনার লিটন দাস ফিরে যান দ্রুতই। ইনিংসের চতুর্থ ওভারের চতুর্থ বলে দলীয় ২২ রানের মাথায় ওপেনার লিটন দাস ফিরেন প্যাভেলিয়নে। দুই বাউন্ডারিতে ১৫ বলে ১২ রান করেন। তার বিদায়ের পর তিনে নামা অধিনায়ক শান্তও ইনিংস বড় করতে পারেননি। দলীয় ২২ রানেই দ্বিতীয় উইকেটে বিদায় হন তিনি। ৪ বলে ৬ রান করেন টাইগার অধিনায়ক।
তৃতীয় উইকেটে তানজীদ তামিম তাওহীদ হৃদয়কে নিয়ে গড়েন ৩১ রানের জুটি। ইনিংসের নবম ওভারের শেষ বলে দলীয় ৬০ রানের মাথায় তামিমও ফিরেন প্যাভেলিয়নে। একটি চারে চার ও ছক্কায় ২২ বলে ২১ রান করেন তিনি। এরপরই চতুর্থ উইকেটে প্রতিরোধ গড়েন তাওহীদ হৃদয় ও জাকের আলী অনীক। তাদের দু’জনের ৮৭ রানের জুটি ভাঙে ১৯তম ওভারের তৃতীয় বলে তাওহীদ হৃদয়ের বিদায়ে। দলীয় ১৪৭ রানের মাথায় বাংলাদেশ ইনিংসের একমাত্র হাফ সেঞ্চুরিয়ান হৃদয় ফিরেন প্যাভেলিয়নে। তিনটি চার ও দু’টি ছক্কায় ৩৮ বলে ৫৭ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি।
হৃদয়ের বিদায়ের পর আরেক সেট ব্যাটার অনীকও ফিরেন দ্রুত। এক রান তুলতেই একই ওভারের পঞ্চম বলে ব্যক্তিগত ৪৪ রানে সাজঘরে ফিরেন তিনি। তিনটি চার ও দু’টি ছক্কায় সাজান নিজের ইনিংসটি। মাহমুদউল্লাহ রিয়াদ ৯ ও রিশাদ হোসেন ৬ রানে থাকেন অপরাজিত। বাংলাদেশ থামে ৫ উইকেটে ১৬৫ রানে।
জিম্বাবুয়ের হয়ে মুজারাবানি ৩টি উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post