নিজস্ব প্রতিবেদকঃ বিশ্বকাপে ৮ ম্যাচ মাঠে নেমেছে বাংলাদেশে। এই ম্যাচগুলোতে ৫ ওভারের বেশি টেকেনি টাইগারদের ওপেনিং জুটি। তামিম ইকবালের বিকল্প হিসেবে সুযোগ পাওয়া তানজিদ হাসান তামিম ভারতের বিপক্ষে ফিফটি ছাড়া বাকি সাত ম্যাচ মিলে ৬০ রান করতে পারেননি। তাই গতকাল শ্রীলঙ্কা ম্যাচ জয়ের পর সাবেক অধিনায়ক প্রসঙ্গ উঠল সাকিব আল হাসানের সংবাদ সম্মেলনে। তবে তামিমের অনুপস্থিতি নিয়ে কোনো মন্তব্য করতে চান না বাংলাদেশ অধিনায়ক।
সোমবার শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ জিতলেও ১৭ রানের বেশি আসেনি বাংলাদেশের উদ্বোধনী জুটিতে। ২৮০ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে দলীয় ১৭ রানে উইকেট দিয়ে আসেন তানজিদ। এরপর ফিরে যান আরেক ওপেনার লিটন দাসও। অবশ্য নাজমুল হোসেন শান্ত ও সাকিবের ব্যাটে জয় পায় বাংলাদেশ। এই দুই বাঁহাতি রেকর্ড জুটি গড়ে দলকে জয়ের ভিত গড়ে দেন।
দিল্লিতে বাংলাদেশের জয়ের পর সংবাদ সম্মেলনে আসেন অধিনায়ক সাকিব। সেখানে ভারতীয় এক সাংবাদিক আনেন তামিমের প্রসঙ্গ। তিনি প্রশ্ন রাখেন, বিশ্বকাপের দলে তামিম থাকলে কি উদ্বোধনী জুটিতে বাংলাদেশের অবস্থা ভিন্ন হতে পারত? প্রশ্ন শুনে ছোট্ট হাসিতে সাকিব বলেন, ‘আমি এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না। এই অবস্থায় এসে এটি আমার কাছে অপ্রাসঙ্গিক।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০
Discussion about this post