নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ দলের ‘সাইলেন্ট কিলার’ খ্যাত মাহমুদউল্লাহ রিয়াদ দীর্ঘ দিন পর দলে ফিরেই দারুণ এক মাইলফলক স্পর্শ করেছেন। শনিবার মিরপুরে চতুর্থ বাংলাদেশি হিসেবে ১০ হাজার আন্তর্জাতিক রান করার কীর্তি গড়েছেন তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে এই কীর্তি গড়েন ডানহাতি এই ব্যাটার।
যদিও রিয়াদের মাইলফলক স্পর্শ করা ম্যাচ জেতা হয় নি বাংলাদেশের। কিউইদের বিপক্ষে ৮৬ রানের বড় ব্যবধানে হেরেছে লিটন দাসের দল। টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। আগে ব্যাট করতে নেমে তারা ৪৯.২ ওভারে সবগুলো উইকেট হারিয়ে স্কোর বোর্ডে জমা পায় ২৫৪ রানের। জবাবে ৪১.১ ওভারে সব উইকেট হারিয়ে ১৬৮ রান করে বাংলাদেশ। তাতে কিউইরা ৮৬ রানের জয় পায়।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান আসে দলে ফেরা দুই অভিজ্ঞ ব্যাটার মাহমুদউল্লাহ রিয়াদ-তামিম ইকবালের ব্যাট থেকে। মাহমুদউল্লাহ ৪৯ ও তামিম ৪৪ রান করেন। তৃতীয় সর্বোচ্চ ২১ রান আসে নাসুমের ব্যাট থেকে। এ ছাড়া আর কেউ বিশের ঘর পার হতে পারেননি। ৪টি চার ও ১টি ছক্কায় ৭৬ বলে ৪৯ রান করেন মাহমুদুল্লাহ। ৭টি চারে ৫৮ বলে ৪৪ রান করেন সাবেক অধিনায়ক তামিম।
ম্যাচ শেষে ওপেনার তামিম জানান, রিয়াদের ব্যাটিং তাঁর কাছে ভালো লেগেছে। সাবেক এই অধিনায়ক বলেন, ‘আমার তো মনে হয় উনি চমৎকার খেলেছেন। আমি ওনার সঙ্গে ছোট একটা জুটিতে ছিলাম। ওনার ইনটেন্ট খুবই ভালো ছিল। আমার মনে হয়নি উনি ছয়-সাত মাস বিরতির পর খেলতে নেমেছেন। ওনার ফিল্ডিং খুবই ভালো হয়েছে। যতবারই বল গেছে, উনি সেরাটাই দিয়েছেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি, তিনি খুবই খুবই ভালো খেলেছেন।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০
Discussion about this post