নিজস্ব প্রতিবেদক:: বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটে ফরচুন বরিশালের বিপক্ষে তানজীদ তামিমের হাফ সেঞ্চুরিতে আগে ব্যাট করা ঢাকা ক্যাপিটালস ১৩৯ রানে অলআউট হয়েছে।
জয়ের জন্য ঢকা ক্যাপিটালসকে করতে হবে ১৪০ রান।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধরী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নামা ঢাকা ফরচুন বরিশালের দুর্দান্ত বোলিংয়ে ১৯.৩ ওভারে ১৩৯ রানে গুটিয়ে যায়। দুই ওপেনার তানজীদ তামিম ও লিটন দাস উদ্বোধনী জুটিতে তুলেন ৩১ রান। ইনিংসের পঞ্চম ওভারের চতুর্থ বলে ব্যক্তিগত ১৩ রানে প্যাভেলিয়নে ফেরেন লিটন। তিনে নামা মুনিম শাহরিয়ার রানের খাতাই খুলতে পারেননি। চার বল খেলে শুন্য রানে ইনিংসে ষষ্ঠ ওভারের তৃতীয় বলে সাজঘরে ফিরেন তিনি।
পরপর দুই উইকেট হারানো ঢাকা অর্ধশতকের আগেই হারায় তৃতীয় উইকেট। দলীয় ৪৮ রানে প্যাভেলিয়নের পথ ধরেন জিন কোটজে। ৯ বলে করেন মাত্র ৮ রান। এরপর থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ঢাকা। একপ্রান্ত আগলে রেখে ব্যাট করতে থাকেন ওপেনার তামিম।
ইনিংসের ১৭তম ওভারের পঞ্চম বলে দলীয় ১২০ রানে সপ্তম উইকেটে তামিম ফেরেন সাজঘরে। এর আগে হাফ সেঞ্চুরি তুলে নেন তিনি। ৪৪ বলে ৬২ রানের লড়াকু ইনিংস খেলেন তিনি। তাতে ছিলো দুই চারের সঙ্গে চারটি ছক্কার মার। শেষ দিকে ফাহিমুল্লার ১৬ বলে ২২ রানে ঢাকার ইনিংস শেষ হয় ১৩৯ রানে।
ফরচুন বরিশালের হয়ে তানভীর ইসলাম তিনটি ও ফাহিম আশরাফ দু’টি করে উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০