নিজস্ব প্রতিবেদক:: তামিম ইকবালের হাফ সেঞ্চুরিতে দুর্দান্ত ঢাকার বিপক্ষে বড়ো সংগ্রহ পেলো ফরচুন বরিশাল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগে ব্যাট করতে নামা বরিশাল ড্যাশিং ওপেনারের ব্যাটে ১৮৬ রান তুলেছে ৬ উইকেটে।
টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল।শেহজাদকে নিয়ে গড়েন ৭৬ রানের উদ্বোধনী জুটি। ইনিংসের নবম ওভারের দ্বিতীয় বলে ব্যক্তিগত ২৪ রানে শেহজাদের বিদায়ে ভাঙে উদ্বোধনী জুটি।
শেহজাদ ফিরে গেলেও তামিম হাফ সেঞ্চুরি তুলে নেন। ইনিংস সর্বোচ্চ ৭১ রান করেছেন অধিনায়ক। সাত চার ও চার ছক্কায় ৪৫ বলে সাজানো ছিলো তার ইনিংসটি।দ্বিতীয় সর্বোচ্চ ২৮ রান করেছেন সৌম্য সরকার।২৩ রানের ঝড়ো ইনিংস খেলে অপরাজিত থেকেছেন সাইফুদ্দিন। ৬ বলে ২৮৩’র বেশি স্ট্রাইক রেটে ২৩ রান করেছেন তিনি।
ঢাকার হয়ে আলা উদ্দিন বাবু ৩টি ও তাসকিন ২টি করে উইকেট লাভ করেছেন।
১৮৭ রানের টার্গেটে ব্যাট করবে ঢাকা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post