নিজস্ব প্রতিবেদক:: জাতীয় দল থেকে আনুষ্ঠানিক ভাবে বিদায় দেওয়া হলো তামিম ইকবালকে। টাইগারদের সাবেক অধিনায়ককে আজ মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে।
যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয় ও ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমদ তামিম ইকবালের হাতে বিদায়ী স্মারক তুলে দেন। বিপিএল চলাকালেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের চূড়ান্ত সিদ্ধান্ত জানান তামিম ইকবাল। চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণার আগ মূহুর্তে ড্যাশিং ওপেনার জানিয়ে দেন স্বপ্নের লাল-সবুজ জার্সিতে আর মাঠে নামা হবে না তার।
বিপিএলের ফাইনালের আগের দিনই বিসিবি ঘোষণা দেয় তামিম ইকবালকে সংবর্ধনা দেওয়া হবে। ফাইনাল শেষে তার হাতে তুলে দেওয়া হয় সম্মাননা স্মারক। ফাইনালে জিতেছেনও তামিম ইকবাল। মোহাম্মদ মিঠুনের চিটাগাং কিংসকে ফরচুন বরিশাল হারিয়েছে তিন উইকেটের ব্যবধানে। ফাইনালে হাফ সেঞ্চুরি করে ফাইনাল সেরা খেলোয়াড়ও হয়েছেন বরিশালের অধিনায়ক।
আওয়ামীলীগের সাবেক সংসদ সদস্য, সতীর্থ সাকিব আল হাসান ও সাবেক প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে বিবাদে জড়িয়ে বছর দু’এক আগে জাতীয় দল থেকে অবসর নেন তামিম ইকবাল। পরবর্তীতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরোধে অবসর ভেঙে মাঠে ফিরেন। তবে ক্রিকেট ক্যারিয়ার আর লম্বা হয়নি।
ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করা বিসিবির নির্বাচকেরা চ্যাম্পিয়ন্স ট্রফির দলে তামিম ইকবালকে চেয়ে ছিলেন। তামিম এর আগে খেলার ইঙ্গিত দিয়ে ছিলেন। তবে শেষ পর্যন্ত তিনি আর জাতীয় দলে না ফেরার সিদ্ধান্ত নেন। বিপিএলের সিলেট পর্বচলাকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তিনি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০