নিজস্ব প্রতিবেদকঃ শহিদুল ইসলাম ও আল-আমিন হোসেনের বোলিং নৈপুণ্যে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) তামিম ইকবাল-মুশফিকুর রহিমদের ফরচুন বরিশালকে ১৬ রানে হারিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। মঙ্গলবার মিরপুরে শহিদুল ৩টি ও আল-আমিন ২টি উইকেট নেন।
আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৪৫ রান সংগ্রহ করে চট্টগ্রাম। জবাবে খেলতে নেমে ২০ ওভারে ৮ উইকেটে ১২৯ রানে থেমেছে বরিশাল। ১৪৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে তারা। উইকেটে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি আহমেদ শেহজাদ। ১৬ রান করে এই পাকিস্তানি ওপেনার সাজঘরে ফিরলে ভাঙ্গে ২৮ রানের উদ্বোধনী জুটি।
তিনে নেমে পুরোপুরি ব্যর্থ হয়েছেন সৌম্য সরকার। একই পথে হেঁটেছেন চারে নামা মেহেদি হাসান মিরাজও। আরেক অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম ফিরেছেন ৯ রান করে। এক প্রান্তে ব্যাটারদের এমন নিয়মিত আসা-যাওয়ার মধ্যে ব্যতিক্রম ছিলেন কেবল তামিম। এক প্রান্ত আগলে রেখে খেলার চেষ্টা করেছেন তিনি। তবে ১ রানের জন্য মাইলফলক ছুঁতে পারেননি এই ওপেনার। ৪৬ বলে ৪৯ রান করেছেন বরিশাল অধিনায়ক।
তামিম ফেরার পর ম্যাচ থেকেই দূরে সরে যায় বরিশাল। শেষদিকে মোহাম্মদ সাইফুদ্দিনের ১৮ বলে ৩০ রানের ইনিংস শুধুই ব্যবধান কমিয়েছে। ৪ ওভার বল করে ১ মেডেনসহ মাত্র ১৩ রান খরচায় ৩ উইকেট তুলে নেন চট্টগ্রামের শহিদুল। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে জস ব্রাউন শুরুর দিকে বেশ গতি এনেছিলেন খেলায়। তানজিদ তামিম ১৯ বল খেলে করেন ১০। জশ ব্রাউন ২৩ বলে ৩৮ রানের ইনিংসে একটি চারের সঙ্গে হাঁকান ৩টি ছক্কা।
শাহাদাত হোসেন দিপুও তামিমের মতো ধীরগতির ইনিংস খেলেন। ২০ বলে করেন ১৫। নাজিবুল্লাহ জাদরান আউট হন ৪ রানে। তবে টম ব্রুস ৪০ বলে ৫০ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন। ৫টি বাউন্ডারির সঙ্গে ২টি ছক্কা হাঁকান এই বিদেশি। বরিশালের পাকিস্তানী পেসার মোহাম্মদ ইমরান ২টি, মোহাম্মদ সাইফউদ্দিন পাকিস্তানের আব্বাস আফ্রিদি ও তাইজুল ইসলাম ১টি করে উইকেট নেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post