স্পোর্টস ডেস্ক:: নতুন কোচ চন্ডিকা হাথুরুসিংহে দায়িত্ব নেওয়ার পর দলে থাকা তিন ক্রিকেটারের সঙ্গে বৈঠক করেছেন। সেই সঙ্গে দলের তরুণ পারফর্মারদের সঙ্গেও বৈঠক করেছেন শ্রীলঙ্কান কোচ। সিনিয়রদের মধ্যে সাকিব আল হাসান দেশে নেই। কোচের বৈঠকে তাই ছিলেন না তিনি। মাশরাফীতো জাতীয় দলে নেই।
হাথুরুসিংহের সঙ্গে বৈঠকে বসে ছিলেন সিনিয়র তিন ক্রিকেটার ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। তাদের সঙ্গে বৈঠকে ছিলেন দলের সবচেয়ে কার্যকরী পারফর্মার লিটন দাস, মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমদ।
মিরপুরের হোম অব ক্রিকেটে অনুশীলন ম্যাচ শেষেই এই ছয় ক্রিকেটারের সঙ্গে বৈঠকে বসেন হাথুরিসিংহে। ড্রেসিং রুমের সামনে হয়ে যাওয়া সেই বৈঠকে অন্য ক্রিকেটার এবং কোচিং স্টাফের সদস্যরা উপস্থিত ছিলেন না। তারা ড্রেসিং রুমেই ছিলেন।
চন্ডিকা হাথুরুসিংহে নতুন মেয়াদে দায়িত্ব নিয়েই জানিয়ে দিয়েছেন, তার দলে সিনিয়র-জুনিয়র বলতে কিছু থাকবে না। সবাই সমান। সবাইকে তিনি সমান গুরুত্ব দেবেন। জানিয়ে দিয়েছেন, খেলার পাশাপাশি ক্রিকেটারদের মানষিকতায়ও পরিবর্তন আনতে হবে। কোচের সঙ্গে ছয় ক্রিকেটারের বৈঠকে কি আলাপ হয়েছে সেটা অবশ্য জানা যায়নি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post