স্পোর্টস ডেস্ক:: বাংলাদেশ সফরের জন্য দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে। এই সফরে দলটি বড় তারকাদের নিয়েই দল গঠন করেছে। আগামি ১৫ এপ্রিল বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে। সিরিজের প্রথম টেস্টটি শুরুহবে ২০ ডিসেম্বর, দ্বিতীয় টেস্ট ২৮ ডিসেম্বর। ২০২৩ সালের পর আবারো টেস্ট সিরিজ খেলতে আসছে জিম্বাবুয়ে।
স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ে দলে ফিরেছেন অধিনায়ক ক্রেইগ আরভিন। সবশেষ আয়ারল্যান্ড সিরিজ থেকে নাম প্রত্যাহার করেছিলেন তিনি। তবে বাংলাদেশ সফরে আসছেন এই ক্রিকেটার। এছাড়াও জিম্বাবুয়ে দলে ফিরেছেন শন উইলিয়ামস। চোটে থাকা এই ক্রিকেটার বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়েই মাঠে ফিরবেন।
জিম্বাবুয়ের নির্বাচকেরা দলে ফিরিয়েছেন উইকেটকিপার-ব্যাটার তাফাদজাওয়া সিগাকে। বছর দুই থেকে দলের বাইরে ছিলেন তিনি। ফিরেছেন ওয়েলিংটন মাসাকাদজাও। ২০২৩ সালে সবশেষ টেস্ট খেলেছিলেন তিনি। লেগ স্পিনার ভিনসেন্ট মাসাকাদজাও আছেন দলে।
বাংলাদেশের বিপক্ষে সিরিজ নিয়ে আশাবাদী জিম্বাবুয়ের কোচ জাস্টিন স্যামন্স। দল ঘোষণার পর তিনি বলেন, , ‘আমরা রোমাঞ্চিত। কারণ এমন একটি সময়ে আমরা প্রবেশ করতে যাচ্ছি, যেখানে টেস্ট ক্রিকেটই আমাদের মনযোগের প্রধান জায়গা হবে। আমি নিশ্চিত, নতুন কন্ডিশনে নতুন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার পর এই ক্রিকেটাররা ব্যক্তিগতভাবে ও দলীয়ভাবে উন্নতি করবে। আমরা দলটিকে এমনভাবে তৈরি করছি যাতে আমাদের সর্বোচ্চ ভারসাম্য থাকে এবং যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে প্রস্তুত।’
জিম্বাবুয়ে দল: ক্রেইগ আরভিন (অধিনায়ক), ব্রায়ান বেনেট, জোনাথন ক্যাম্পবেল, বেন কারেন, ট্রেভর গোয়ান্ডু, ওয়েসলি মাধেভেরে, ওয়েলিংটন মাসাকাদজা, ভিনসেন্ট মাসেকেসা, নিয়াশা মায়াভো, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা, ভিক্টর নিয়াউচি, তাফাদজাওয়াও সিগা, নিকোলাস ওয়েলচ, শন উইলিয়ামস।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০