স্পোর্টস ডেস্ক:: ক্লাব ফুটবলে রীতিমতো তারকার সাম্রাজ্য ছিলো পিএসজি। লিওনেল মেসি, কিলিয়ান এমবাপে, নেইমার জুনিয়রদের নিয়ে তারকা বহুল দল হয়ে উঠেছিলো প্যারিসের ক্লাবটি। কিন্তুু সেই সাম্রাজ্য হারাত যাচ্ছে ফরাসি জায়ান্টরা।
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক লিওনেল মেসি যে এই মৌসুম শেষেই চলে যাচ্ছেন সেটা অনেকটা নিশ্চিত। চুক্তি নবায়ন করেননি। অন্য দিকে সৌদী আরবের আল হিলালের সঙ্গে তার চুক্তিও অনেকটা নিশ্চিত। ব্রাজিলিয়ান তারকা নেইমারও ক্লাব ছাড়ছেন। ক্লাব কর্মকর্তারাও ব্রাজিলের এই তারকার উপর বেশ অসন্তুুষ্ট।
বাকী ছিলেন কেবল ঘরের ছেলে কিলিয়ান এমবাপে। ফরাসিও এই তারকাও পিএসজিতে আর থাকতে চাইছেন না। আগামি মৌসুম শেষেই তিনি ঘর ছাড়বেন। তবে কোথায় যাচ্ছেন সেটা এখনো নিশ্চিত নয়। ফরাসি গণমাধ্যম লেকিপ খবর দিয়েছে, বর্তমান ক্লাবে থাকতে চাইছেন না বিশ্বকাপ জয়ী এই তারকা। একে একে তিন তারকা চলে গেলে তারকাদের সাম্রাজ্য হারাবে পিএসজি।
ফ্রান্সের গণমাধ্যমটি এমবাপের না থাকার বিষয়টি জানিয়ে ব্যাখা দিয়েছে তিনি কি ভাবে এই ক্লাব ছাড়বেন। তারা জানায়, গত বছর যখন তিনি চুক্তি নবায়ন করেন তখন একটি শর্ত রাখেন ‘যদি’ কিন্তুর। তিন বছরের চুক্তি তাই আরো আগেই শেষ হতে পারে। সেই যদি কিন্তুুর শর্ততেই চুক্তি শেষ হতে যাচ্ছে।
২০২৫ সাল পর্যন্ত অর্থাৎ তিন বছরের চুক্তিতে শর্ত ছিলো মূল চুক্তি দুই বছরের জন্য। এমবাপে চাইলে চুক্তিটা আরো এক বছর বাড়িয়ে তিন বছর করতে পারবেন। তবে সেটা এ বছরের জুলাইয়ের মধ্যে। অর্থাৎ আগামি মাসের মধ্যেই ফরাসি এই তারকাকে সিদ্ধান্ত নিতে হবে তিনি ক্লাবে থাকবেন কিনা? এই সময় পেরিয়ে গেলে শর্ত আর ‘বহাল’ থাকবে না।
লেকিপ জানিয়েছে, এমবাপে এই শর্ত চালু করছেন না। সেটা তিনি তার ঘনিষ্ঠজনদের জানিয়ে দিয়েছেন। অর্থাৎ জুলাইয়ে মধ্যে তিনি আগামি এক বছর থাকার শর্তটি চালু করবেন না। ফলে ২০২৪-২০২৫ মৌসুমে তিনি ক্লাবটিতে থাকবেন না। মেসি, নেইমারের পর তিনিও চলে গেলে তারকাহীন হবে প্যারিসের ক্লাবটি
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post