স্পোর্টস ডেস্কঃ সৌদি প্রো লিগের শীর্ষে থাকা আল হিলালের সাথে পয়েন্টের ব্যবধান কমাল আল নাসর। গত রাতে আল ফাইহা ৩-১ গোলে হারিয়েছে তারা। এ জয়ে পয়েন্ট টেবিলের দুই নম্বরে এখন ক্রিশ্চিয়ানো রোনালদো-সাদিও মানেরা। আল ফাইহাকে হারানোর ম্যাচে জোড়া গোল করেছেন আল নাসরের অ্যান্ডারসন তালিস্কা। অন্য গোলটি ওটাভিওর। আর আল ফাইহার একমাত্র গোলদাতা হুসেইন আল শুয়াইশ।
শনিবার রাতে কিং ফাহাদ স্টেডিয়ামে প্রথমার্ধে বেশ কিছু আক্রমণ হলেও গোল করতে ব্যর্থ হয়েছে দুদলই। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল পায় আল নাসর। রোনালদোর পাস থেকে গোল করে দলকে এগিয়ে দেন তালিস্কা। ডি-বক্সের ভেতরে বল পেলেও রোনালদো শট নেওয়ার জন্য সুবিধাজনক অবস্থানে ছিলেন না। সুযোগের অপেক্ষায় থাকা ব্রাজিলিয়ান ফরোয়ার্ড তালিস্কাকে ব্যাক পাস দেন তিনি। সেখান থেকে গোল করেন তালিস্কা।
৬০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন তালিস্কা। বাঁ প্রান্ত থেকে ওটাভিওর করা ক্রসে হেড করে গোল করেন তিনি। ৬৬ মিনিটে ব্যবধান কমায় আল ফাইহা। দলের পক্ষে গোল করেন আল শুয়াইশ। সতীর্থের নেওয়া ফ্রি-কিকে জোরাল হেড করে গোল করেন তিনি। ৭৩ মিনিটে ফেইহার জালে শেষ পেরেকটি ঠোকেন ওটাভিও। সতীর্থের পাস থেকে বল পেয়ে ডি-বক্সের বাইরে থেকে জোরাল শটে গোল করেন এই পর্তুগিজ।
এই জয়ে ১১ ম্যাচ শেষে ৮ জয় ও এক ড্রয়ে ২৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দুইয়ে উঠে এসেছে আল নাসর। সমান ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আল হিলাল। ১৪ পয়েন্ট নিয়ে তালিকার ৮ নম্বরে আছে ফাইহা। এখন পর্যন্ত লিগে ১১ ম্যাচ খেলে মাত্র ৩ জয় পেয়েছে তারা। পয়েন্টে তালিকায় সবার নিচে আল রায়েদ। মাত্র ৫ পয়েন্ট তাদের।
Discussion about this post