স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ক্রিকেটে বিশ্ব রেকর্ড গড়ল ভারত। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে রোববার ৩১৭ রানে জিতেছে ভারত। এই প্রথম তিনশ রানের জয় দেখল ওয়ানডে ক্রিকেট। এতদিন রেকর্ডটি ছিল নিউজিল্যান্ডের। ২০০৮ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ২৯০ রানে জিতেছিল কিউইরা।
তিরুবনন্তপুরমের গ্রিনফিল্ড ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে টস জিতে ব্যাট করে ৫ উইকেটে ৩৯০ রানের সংগ্রহ পায় ভারত। সেঞ্চুরি তুলে নেন তরুণ ওপেনার শুভমন গিল এবং অভিজ্ঞ বিরাট কোহলি। ওপেনার রোহিত শর্মা ফিরে যাওয়ার আগে ৪৯ বলে তিন ছক্কা ও দুই চারে ৪২ রান করেন।
কোহলি ও গিল ১৩১ রান যোগ করেন। গিল ৯৭ বলে খেলেন ১১৬ রানের ঝকঝকে ইনিংস। ১৪টি চারের সঙ্গে ছক্কা তোলেন দুটি। অনবদ্য কোহলি ১৬৬ রানের হার না মানা ইনিংস খেলেন। তার ১১০ বলে ১৫০.৯১ স্ট্রাইক রেটে সাজানো ইনিংসে ছিল ১৩টি চারের শট ও আটটি ছক্কা।
জবাব দিতে নেমে মোহাম্মদ সিরাজের তোপে ২২ ওভারে মাত্র ৭৩ রান তুলে অলআউট হয় শ্রীলঙ্কা। দলটির পক্ষে সর্বোচ্চ ১৯ রান করেছেন ওপেনার নুয়ান্দু ফার্নান্দো। অধিনায়ক দাশুন শানাকা ১১ এবং পেসার কাসুন রাজিথা ১৩ রান করেন। আর কেউ দশ রানের ঘরে ঢুকতে পারেননি। ভারতীয় পেসার সিরাজ ৩২ রানে চার উইকেট তুলে নেন। মোহাম্মদ শামি ও কুলদীপ যাদব নেন দুটি করে উইকেট।
Discussion about this post