স্পোর্টস ডেস্ক:: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)র পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী চুক্তিবদ্ধ কোচরা বোর্ডের বাইরে একটি দলের কোচের দায়িত্ব পালন করতে পারবেন। মিজানুর রহমান বাবুল, তুষার ইমরান ও তালহা জুবায়ের- তিনজনই বিসিবির চুক্তিভুক্ত কোচিং স্টাফ।
বিসিবির চুক্তিবদ্ধ কোচরা গত বিপিএলে দায়িত্ব পালন করেছেন। বিপিএলের চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের হেড কোচ ছিলেন মিজানুর রহমান বাবুল। খুলনা টাইগার্সের প্রধান কোচ ছিলেন তালহা জুবায়ের। চিটাগাং কিংসের কোচের দায়িত্বে ছিলেন তুষার ইমরান। তিন জনের দলই বিপিএলে দুর্দান্ত করেছে।
কিন্তুু সমস্যা বেঁধেছে এই তিন কোচ এবার ডিপিএলেও কোচিং করাচ্ছেন। তিন জনই প্রিমিয়ার লিগের তিনটি দলের দায়িত্ব নিয়েছেন। কিন্তুু বিসিবির নিয়ম অনুযায়ী বোর্ডের বাইরে একটি দলে কোচিং করানোর সুযোগ তারা কাজে লাগিয়েছেন বিপিএলে। তাহলে ডিপিএলে তারা কি ভাবে কোচিং করাচ্ছেন? এই নিয়ে প্রশ্ন উঠেছে। ফলে বিসিবিকে নতুন করে সিদ্ধান্ত নিতে হচ্ছে। আগের সিদ্ধান্ত পুর্নবিবেচনা করতে হবে বোর্ড।
মোহামেডান, প্রাইম ব্যাংক ও লিজেন্ডস অব রূপগঞ্জের দায়িত্বে আছেন এই কোচরা। বিসিবি তাদের সিদ্ধান্ত পূর্নঃবিবেচনা না করলে প্রিমিয়ার লিগে নতুন কোচ নিয়োগ করতে হবে এই ক্লাবগুলোকে। আজ শুরু হয়েছে ডিপিএল। মিজানুর রহমান বাবুল, তুষার ও তালহা তিনজনই হেড কোচের দায়িত্বে আছেন।
আজ সোমবার দুপুরে বিসিবি পরিচালক পর্ষদের সভায় এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ক্রিকেট বোর্ড জিডিতে কর্মরত বেতনভুক্ত কোচদের বিপিএলের পাশাপাশি ঢাকা প্রিমিয়ার লিগেও কোচিং করানোর অনুমতি প্রদান করবে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটম/নিপ্র/ডেস্ক/০০