স্পোর্টস ডেস্ক:: লিওনেল মেসি জন্মদিনের সময় পেলেন দারুণ এক সুখবর। ইএসপিওয়াই অ্যাওয়ার্ডের তিন ক্যাটাগরিতে সেরা হওয়ার লড়াইয়ে মনোনীত হয়েছেন তিনি।
এক্সিলেন্স ইন স্পোর্টস পারফরম্যান্স ইয়ারলি (ইএসপিওয়াই) অ্যাওয়ার্ডের জন্য আর্জেন্টাইন বিশ্বকাপ জয়ী অধিনায়ক নির্বাচিত হয়েচেন। ইএসপিওয়াই তিন বিভাগে সেরা তারকাদের পুরস্কার দিয়ে থাকে। তিন বিভাগেই মনোনীত হয়েছেন তিনি।
যুক্তরাষ্ট্রের সম্প্রচার মাধ্যম এবিসি প্রতি বছর এই পুরস্কার দিয়ে থাকে। ২০২৩ মৌসুমের জন্য তারা বিশ্বের সেরা তারকাদের নিয়ে সংক্ষিপ্ত তালিকা করেছে। সেখানে তিন বিভাগেই জায়গা পেয়েছেন তিনি। ক্রীড়া প্রেমীরা ভোট দিয়ে মনোনীত সংক্ষিপ্ত তালিকা থেকে সেরা একজনকে বেছে নেবেন।
সেরা অ্যাথলেট ক্যাটাগরি, বেস্ট চ্যাম্পিয়নশিপ পারফরম্যান্স ও সেরা ফুটবলার এই তিন ক্যাটাগরিতে ইএসপিওয়াই অ্যাওয়ার্ড দিয়ে থাকে। সেরা অ্যাথলেট ক্যাটাগরিতে মেসির সঙ্গে মনোনয়ন পেয়েছেন ডেনভার নাজেটসের সার্বিয়ান বাস্কেটবল তারকা নিকোলা জোকিচ, নিউ ইয়র্ক ইয়ানকেসের বেসবল তারকা অ্যারন জাজ ও কানাস সিটির কোয়ার্টারব্যাক তারকা প্যাট্রিক মাহোমস।
বেস্ট চ্যাম্পিয়নশিপ পারফরম্যান্সের লড়াইয়ে মেসির সঙ্গী হয়েছেন ইংল্যান্ডের মার্শাল আর্টিস্ট লিওন এডওয়ার্ডস, নিকোলা জোকিচ ও যুক্তরাষ্ট্রের গলফার রোজ জাং এর সঙ্গে।
সেরা ফুটবলার ক্যাটাগরিতে মেসির প্রতিপক্ষ বেশ শক্তিশালী। তাকে লড়তে হবে ট্রেবল জয়ী অধিনায়ক ম্যানচেস্টার সিটির আর্লিং হল্যান্ড, বার্সেলোনার মেয়ে দলের ফুটবলার আয়তিনা বোনমাতি ও যুক্তরাষ্ট্রের সোফিয়া স্মিথের সঙ্গে।
ভোটাভুটি শেষে ১২জুলাই বিজয়িদের নাম ঘোষণা করা হবে। ২০১৫ সালে সেরা আন্তর্জাতিক ক্রীড়াবিদ ইএসপিওয়াইতে বিজয়ী হয়ে ছিলেন মেসি।
বিজয়ীকে নির্বাচন করতে ভোট দেওয়া যাবে এই লিঙ্কে ক্লিক করে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post