নিজস্ব প্রতিবেদক:: এবার নারীদের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে পা রাখছে বাংলাদেশ। বিসিবি মেয়েদের বিপিএল আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। পরীক্ষা মূলক সংস্করণ আগামি মাসেই অনুষ্টিত হবে। চলমান বিপিএল শেষেই বিসিবি নারীদের বিপিএল শুরু করতে চায়।
শুরুতে তিনটি ফ্র্যাঞ্চাইজি নিয়ে বিসিবি নারীদের বিপিএল আয়োজন করবে। নারী দলের বিপিএলে অংশ নিতে আগ্রহ প্রকাশ করেছে রংপুর রাইডার্স ও ফরচুন বরিশাল। বিসিবির সঙ্গে বৈঠকে এ দুই ফ্র্যাঞ্চাইজি নারীদের বিপিএল খেলতে রাজি হয়েছে।
আজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বিসিবির পরিচালক নাজমূল আবেদীন আরেকবার জানালেন, মেয়েদের বিপিএল আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। ছেলেদের চলমান বিপিএল শেষে সপ্তাহ খানেক বিরতি দিয়েই নারীদের বিপিএল আয়োজন করবে বিসিবি।
তিন দলের মেয়েদের বিপিএল। টুর্নামেন্ট হবে ডাবল লিগ–পদ্ধতিতে, ফাইনাল সহ ম্যাচ হবে সাতটি। বোর্ড পরিচালক নাজমূল আবেদীন সাংবাদিকদের বলেন, ‘বোর্ড কিছুদিন ধরেই ভাবছিল, আমরা নারীদের ক্রিকেটকে আর কী কী ভাবে এগিয়ে নিয়ে যেতে পারি। বিষয়টাকে মাথায় রেখে নারীদের জন্য একটা বিপিএল করা যায় কি না, সেটা নিয়ে চিন্তাভাবনা ছিল। আজে সিদ্ধান্ত হয়েছে, আমরা সেটা করব।’
বিসিবির পরিচালক ফাহিম আরো বলেন, ‘আমরা এরই মধ্যে কিছু ফ্র্যাঞ্চাইজির সঙ্গে কথা বলেছি। তারা আগ্রহ দেখিয়েছে। আমরা শুরু করতে চাই এবং দেখতে চাই, নারীদের এই প্রতিযোগিতা যদি সামনে নিয়ে আসি টি-টোয়েন্টি সংস্করণে সেটার প্রভাব কী রকম হয়। আশা করছি এটা নারীদের ক্রিকেটকে আরেক ধাপ এগিয়ে নেবে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০