স্পোর্টস ডেস্কঃ ইন্ট্যারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সবশেষ প্রকাশিত টেস্ট র্যাঙ্কিংয়ে শীর্ষ স্থানে উঠে এসেছে ভারত। অস্ট্রেলিয়াকে পেছনে ফেলেছে দলটি। আর এর মধ্য দিয়েই তিন ফরম্যাটেই এখন র্যাঙ্কিংয়ের শীর্ষে ম্যান ইন ব্লু’রা।
সম্প্রতি ঘরের মাঠে ইংল্যান্ডকে ৪-১ ব্যবধানে টেস্ট সিরিজে হারিয়েছে ভারত। দাপুটে এই পারফরম্যান্সে আবারও টেস্ট র্যাঙ্কিংয়ে সবার উপরে উঠেছে রোহিত শর্মার দল। ভারতের রেটিং পয়েন্ট বেড়ে হয়েছে ১২২। আর এতেই দুইয়ে নেমে গেছে অস্ট্রেলিয়া। দলটির রেটিং পয়েন্ট ১১৭।
তবে শীর্ষস্থান দখল করলেও, রাজত্ব হারানোর শঙ্কাও আছে ভারতের। কারণ নিউজিল্যান্ডের সাথে টেস্ট খেলছেন অস্ট্রেলিয়া। সেখানে ভালো করতে পারলেই সিংহাসন পুনরোদ্ধার করবে অজিরা। এদিকে আইসিসির টেস্ট র্যাঙ্কিংয়ে তালিকার তিন নম্বরে আছে ইংল্যান্ড। বেন স্টোকসের দলের রেটিং পয়েন্ট ১১১।
আগে থেকেই ওয়ানডে ও টি-টোয়েন্টিতে শীর্ষ স্থান দখলে রেখেছে ভারত। ওয়ানডেতে রোহিত-কোহলিদের রেটিং পয়েন্ট ১২১। আর টি-টোয়েন্টিতে ২৬৬ পয়েন্ট নিয়ে শীর্ষে দলটি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post