স্পোর্টস ডেস্ক:: আন্তর্জাতিক ক্রিকেটে অভিজ্ঞতা মাত্র তিন ম্যাচের। এক ওয়ানডে আর দুই টি-২০ খেলা অস্ট্রেলিয়ার পেসার স্পেনসার জনসন আইপিএল নিলামে ছিলেন মাত্র ৫০ লাখ রুপির ভিত্তি মূল্যে।
অথচ এই পেসারকে নিয়ে তিন ফ্র্যাঞ্চাইজি শুরু করলো কাড়াকাড়ি। তাতে জনসনের দাম ঠেকেছে ১০ কোটি রুপিতে। অজিদের হয়ে মাত্র তিন ম্যাচ খেললেও জনসন বিগ ব্যাশের নিয়মিত পারফর্মার।
আইপিএলের নিলামে অস্ট্রেলিয়ার এই পেসারের প্রতি তাই নজর ছিলো ফ্র্যাঞ্চাইজিগুলোর।
গুজরাট টাইটান্স প্রথম বিড করে জনসনের জন্য। পরে যোগ দেয় কলকাতা নাইট রাইডার্স। তারপর দিল্লি ক্যাপিটালস।
তিন ফ্র্যাঞ্চাইজির দামাদামিতে শেষ পর্যন্ত ১০ কোটি রুপিতে তাকে দলে নেয় গুজরাট টাইটান্স।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post