স্পোর্টস ডেস্কঃ লিগ ওয়ানে বুধবার রাতে ৩-১ গোলে জয়ের ম্যাচে প্রথমার্ধেই মাঠ ছাড়েন পিএসজির সার্জিও রামোস ও কিলিয়ান এমবাপে। ২১তম মিনিটে ফরাসি ফরোয়ার্ডকে তুলে নেন কোচ ক্রিস্তোফার গালতিয়ের। প্রাথমিকভাবে মনে হয়েছিল, হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন এমবাপে। তবে ম্যাচ শেষে জানা যায়, ঊরুতে চোট পেয়েছেন তিনি।
মেডিকেল পরীক্ষার পর জানা গেছে, তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে এমবাপেকে। ২৪ বছর বয়সী এই ফরাসি ফরোয়ার্ডকে নিয়ে পিএসজি বৃহস্পতিবার এক বিবৃতিতে দিয়েছে। সেখানে ফ্রেঞ্চ ক্লাবটি বলেছে, ‘পরীক্ষার পর দেখা গেছে, কিলিয়ান এমবাপের বাঁ ঊরুর পেশিতে চোট পেয়েছে। সম্ভবত তাকে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে।’
আগামী ১৪ ফেব্রুয়ারি বায়ার্ন মিউনিখের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচ খেলবে পিএসজি। নিজেদের মাঠে সেই ম্যাচে খেলতে পারবেন না এমবাপে। এছাড়া ফরাসি কাপে মার্সেইয়ের বিপক্ষে শেষ ষোলোর লড়াইয়েও খেলবে না তিনি। আগামী বুধবার মাঠে গড়াবে ম্যাচটি।
লিগে ২১ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা পিএসজির সামনে ব্যস্ত সূচি। আগামী ৪ থেকে ১৯ ফেব্রুয়ারি মধ্যে পাঁচটি ম্যাচ খেলতে হবে প্যারিসের দলটিকে। নিজেদের পরের ম্যাচে আগামী রোববার লিগে তুলুজের বিপক্ষে মাঠে নামবে শিরোপাধারীরা। সেই ম্যাচে অবধারিতভাবে থাকছেন না এমবাপে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post