স্পোর্টস ডেস্কঃ আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। ‘আফগানিস্তানে নারীদের অবস্থা ক্রমে আরও খারাপ হচ্ছে’, এই কারণে আফগানদের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ না খেলতে ক্রিকেট অস্ট্রেলিয়াকে পরামর্শ দিয়েছে অস্ট্রেলিয়ান সরকার।
আগামী অগাস্টে আফগানিস্তানের বিপক্ষে নিরপেক্ষ ভেন্যুতে তিনটি টি-টোয়েন্টি খেলার কথা ছিল অস্ট্রেলিয়ার। যা আইসিসির ভবিষ্যৎ সফর সূচির অংশ। এক বিবৃতিতে সিএ বলেছে, ‘গত ১২ মাসে সিএ আফগানিস্তান পরিস্থিতি নিয়ে অস্ট্রেলিয়া সরকারের সঙ্গে আলাপ আলোচনা করছে। সরকারের পরামর্শ হচ্ছে যে আফগানিস্তানে নারীদের পরিস্থিতি খারাপ হচ্ছে। এ কারণেই আমরা আগের অবস্থাতেই থাকছি ও দ্বিপক্ষীয় সিরিজ বাতিল করছি। ক্রিকেটে বিশ্বব্যাপী নারীদের অংশগ্রহণ নিয়ে সিএ খুবই প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সক্রিয়ভাবে আইসিসিকে এখানে জড়ানোর চেষ্টা করছি। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) সঙ্গে আমরা ঘনিষ্ঠভাবে কাজ করব দ্বিপক্ষীয় সিরিজ ভবিষ্যতে আবার কীভাবে আয়োজন করা যায়।’
২০২১ সালে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট স্থগিত করে দেয় অস্ট্রেলিয়া। যেটি হওয়ার কথা ছিল অস্ট্রেলিয়াতেই। পরে গত বছরের মার্চে আফগানদের সঙ্গে প্রস্তাবিত তিন ম্যাচের ওয়ানডে সিরিজও তারা স্থগিত করে দেয় একই কারণে। গত বছর ওয়ানডে সিরিজটি স্থগিত করে দেওয়ার পর আফগানদের সবচেয়ে বড় তারকা রশিদ খান হুমকি দিয়েছিলেন, অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি আসর বিগ ব্যাশ থেকে নিজেকে সরিয়ে নেবেন তিনি। পরে অবশ্য সেই ঘোষণা থেকে সরে এসে খেলার সিদ্ধান্ত নেন এই লেগ স্পিনার। পুরোনো দল অ্যাডিলেইড স্ট্রাইকার্সেই খেলতে চুক্তিবদ্ধ হন তিনি। যদিও চোটের কারণে এই আসরে তার খেলা হয়নি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post