নিজস্ব প্রতিবেদকঃ একদিন বিরতি দিয়ে ফের মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। শুক্রবার খুলনা টাইগার্সের বিপক্ষে মাঠে নামছে সিলেট স্ট্রাইকার্স। এদিন টস জিতেছেন খুলনার অধিনায়ক এনামুল হক বিজয়। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
শেষ ম্যাচে দুর্দান্ত ঢাকাকে হারিয়ে বেশ আত্মবিশ্বাসী সিলেটের ক্রিকেটাররা। সেই ধারা অব্যাহত রেখে খুলনাকে হারাতে মুখিয়ে আছে চায়ের দেশের দলটি। খুলনার হয়ে খেলা তিন পাকিস্তানি মোহাম্মদ নওয়াজ, ফাহিম আশরাফ ও মোহাম্মদ ওয়াসিম জুনিয়র দল ছেড়েছেন পিএসএলের উদ্দেশ্যে।
আগের ৬ ম্যাচে খুলনার হার দুটিতে, পয়েন্ট টেবিলে আছে চতুর্থস্থানে। অপরদিকে সিলেটের আজ অষ্টম ম্যাচ। আগের ৭ ম্যাচের মাত্র ২টিতে জিতেছে মোহাম্মদ মিথুনের সিলেট। এদিকে খুলনা আজ তিন বিদেশী নিয়ে একাদশ সাজিয়েছে।
খুলনা টাইগার্স একাদশ- এনামুল হক (অধিনায়ক), এভিন লুইস, আফিফ হোসেন, সুমন খান, মার্ক ডেয়াল, হাবিবুর রহমান সোহান, মাহমুদুল হাসান জয়, নাহিদুল ইসলাম, নাসুম আহমেদ, কাসুন রাজিথা, রুবেল হোসেন।
সিলেট স্ট্রাইকার্স একাদশ- নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ মিঠুন (অধিনায়ক ও উইকেটকিপার), জাকির হাসান, আরিফুল হক, হ্যারি টেক্টর, রায়ান বার্ল, বেনি হাওয়েল, সামিত প্যাটেল, সানজামুল ইসলাম, রেজাউর রহমান রাজা ও তানজিম হাসান সাকিব।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post