নিজস্ব প্রতিবেদকঃ সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে বৃহস্পতিবার মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ ও ভারত। যথারীতি বিকাল ৪টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। তবে সেই ম্যাচকে ঘিরেও রয়েছে দুঃসংবাদ। বৃষ্টির শঙ্কা আছে বাংলাদেশ-ভারতের লড়াইয়ে।
আবহাওয়ার পূর্বাভাস বলছে বৃষ্টির বাঁধার মুখে পড়তে পারে তৃতীয় টি-টোয়েন্টি। যার ফলে ম্যাচটি পুরোপুরি মাঠে গড়াবে কি-না, সেই নিয়ে শঙ্কা রয়েছে। শুধুমাত্র বৃষ্টির মধ্যেই সীমাবদ্ধ থাকছে না সবকিছু। সিলেট বিভাগে বন্যার পূর্বাভাসও রয়েছে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র (এফএফডব্লিউসি) জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জসহ উত্তর-পূর্বাঞ্চলীয় সীমান্তবর্তী জেলাগুলোতে প্রাক-বর্ষার পানি প্রবাহ অতিক্রম করতে পারে। বাসিন্দাদের তাৎক্ষণিক সতর্কতা অবলম্বন করতে এবং সম্ভাব্য স্থানে সরিয়ে নেওয়ার জন্য প্রস্তুত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বৃষ্টি বাঁধা না থাকলেও, দ্বিতীয় ম্যাচে দুই দফা বৃষ্টির বাঁধার মুখে পড়তে হয়েছে। যার কারণে ম্যাচও পুরোপুরি সম্পন্ন করা যায়নি। তবে দুটি ম্যাচই জিতে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে আছে ভারত।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post