স্পোর্টস ডেস্কঃ উইগান অ্যাথলেটিককে হারিয়ে এফএ কাপের চতুর্থ রাউন্ডে উঠল ম্যানচেস্টার ইউনাইটেড। এরিক টেন হাগের দল গত রাতে ২-০ গোলে জিতেছে ইংলিশ ফুটবলের তৃতীয় বিভাগের উইগানের বিপক্ষে। এফএ কাপের ১২ বারের চ্যাম্পিয়নদের এ জয়ে গোল করেছেন দিয়েগো দালোত ও ব্রুনো ফার্নান্দেজ।
উইগানের জালে ইউনাইটেড শট নিয়েছিল ৩৩টি, যেখানে পোস্ট বরাবর ছিল ১৪টি। একা মার্কাশ রাশফোর্ডই ৮ বার পোস্ট বরাবর শট নিয়েছে, লক্ষ্যে ছিল ৪টি। দালোত ম্যাচের ২২ মিনিটে দলের প্রথম গোলটি করেন। মার্কাস রাশফোর্ডের বাড়ানো বলে ডি বক্সের বাইরে থেকে গোল করেন পর্তুগিজ তারকা। ম্যাচে দ্বিতীয় গোলটি পেতে ইউনাইটেডের অপেক্ষা করতে হয় ৭৪ মিনিট পর্যন্ত। পেনাল্টি থেকে গোল করেন আরেক পর্তুগিজ তারকা ফার্নান্দেজ।
চলতি মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় ১৪টি ম্যাচে হেরেছে ইউনাইটেড। বর্তমানে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের সপ্তম স্থানে রয়েছে তারা। এদিকে চ্যাম্পিয়ন্স লিগে ‘এ’ গ্রুপের তলানির দল হিসেবে বিদায়ের পর টেন হাগের দল বাদ পড়ে লিগ কাপ থেকেও। এবার মৌসুমে একমাত্র ট্রফির আশা টিকিয়ে রাখল ম্যানচেস্টারের দলটি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post