নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে আজ বড় জয় পেয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। সোমবার গাজী টায়ার্স ক্রিকেট একাডেমিকে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে তারা। বিকেএসপিতে গাজী টায়ার্সকে ১৫০ রানে গুটিয়ে দিয়ে মাশরাফী বিন মোর্ত্তজার দল ম্যাচটি জিতে নিয়েছে মাত্র ১৯.২ ওভারে।
রান তাড়ায় শুরু থেকেই ব্যাটিং তাণ্ডব চালান রূপগঞ্জের ওপেনার তৌফিক খান তুষার। প্রায় প্রতি ওভারে একটি করে বাউন্ডারি মারতে থাকেন তিনি। ৩৭ বলে করেন ফিফটি। এরপর আরও ধারাল হয় তাঁর ব্যাট। মাত্র ৬১ বলে তৌফিক পৌঁছে যান স্বীকৃত ক্রিকেটে নিজের প্রথম সেঞ্চুরিতে। জেতেন ম্যাচ সেরার পুরস্কার। এর আগে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ৪২ বলে ৬৬, পারটেক্স স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ৬৬ বলে ৮৩ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে রূপগঞ্জের বোলারদের তোপে মাত্র ১৫০ রানে অলআউট হয়ে যায় গাজী টায়ার্স। দলের হয়ে সর্বোচ্চ ৩০ রান করেন ইফতেখার হোসেন ইফতি। আরেক ওপেনার মহব্বত হোসেন রোমান করেন দ্বিতীয় সর্বোচ্চ ২৬ রান। এছাড়া ইফতেখার সাজিদ করেন ২০ রান। বাকিদের কেউ আর ২০ রানের কৌটা স্পর্শ করতে পারেননি। ফলে ৪৪.২ ওভার ব্যাট করে মাত্র ১৫০ রানে শেষ হয় গাজী টায়ার্সের ইনিংস। ৩০ রানে ৪ উইকেট নেন শুভাগত হোম। মাশরাফী ও আব্দুল হালিমের শিকার ২টি করে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post