স্পোর্টস ডেস্কঃ অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকার। রোববার সিরিজ নির্ধারণী ম্যাচে বড় জয় পেয়েছে তারা। জোহান্সবার্গে আগে ব্যাট করে ৩১৫ রানের বড় সংগ্রহ পায় প্রোটিয়ারা। রান তাড়ায় অস্ট্রেলিয়ার ইনিংস থামে ১৯৩ রানে। ১২২ রানের বড় জয়ে পাঁচ ম্যাচের সিরিজ ৩-২ ব্যবধানে জিতে নিয়েছে স্বাগতিকরা। অথচ বাজে ভাবে সিরিজ শুরু হয়েছিল তাদের। টেম্বা বাভুমার দল সিরিজের প্রথম দুই ম্যাচে হার দেখেছিল। তবে বাকি ম্যাচগুলোতে দারুণ খেলা দলটি এবার জিতে নিয়েছে সিরিজ।
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করতে পারেনি দক্ষিণ আফ্রিকা। দলীয় ৩ রানেই রানআউট হয়ে সাজঘরে ফিরেন অধিনায়ক বাভুমা। এরপর ২৭ রান করা কুইন্টন ডি কক ফিরে যান। তাতে কিছুটা চাপে পড়ে প্রোটিয়ারা। তবে তৃতীয় উইকেটে রাসি ফন ডার ডুসেনকে নিয়ে প্রতিরোধ গড়ার চেষ্টা চালান এইডেন মার্করাম। ৪৩ রানের জুটি গড়েন তারা। ডাসেনকে ফিরিয়ে এ জুটি ভাঙেন শন অ্যাবট।
দ্রুত ফিরেন হেনরিক ক্লাসেনকেও। আগের ম্যাচে দারুণ সেঞ্চুরি হাঁকানো এই ব্যাটার আজ দুই অঙ্কের ঘরে যেতে পারেন নি। এরপর ডেভিড মিলারের সঙ্গে দলের হাল ধরেন মার্করাম। স্কোরবোর্ডে ১০৯ রান যোগ করেন এ দুই ব্যাটার। তাতেই বড় স্কোরের ভিত পেয়ে যায় দলটি। দলের পক্ষে সর্বোচ্চ ৯৩ রানের ইনিংস খেলেন মার্করাম। ৮৭ বলে ৯টি চার ও ৩টি ছক্কায় নিজের ইনিংস সাজান এই ব্যাটার। ৬৫ বলে ৪টি চার ও ৩টি ছক্কায় ৬৩ রান করেন মিলার।
১৯ বলে ৩৯ রানের ক্যামিও খেলে অপরাজিত থাকেন ফেলুকায়ায়ো। ২টি চার ও ৪টি ছক্কায় খেলেন এই ইনিংস। মার্ক জেনসেন ২৩ বলে ৪টি চার ও ৩টি ছক্কায় ৪৭ রান করেন। অস্ট্রেলিয়ার হয়ে ১০ ওভার বল করে ৭১ রানের খরচায় ৩টি উইকেট পান অ্যাডাম জাম্পা। এই লেগস্পিনার আগের ম্যাচে ১১৩ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। আজ ৫৪ রানের বিনিময়ে ২টি উইকেট নেন শন অ্যাবোট।
রান তাড়া করতে নেমে ২০০ রানের গণ্ডিও টপকাতে পারেনি অস্ট্রেলিয়া। ৩৪.১ ওভারে ১৯৩ রানে অলআউট হয়ে যায় তারা। ওপেন করতে নেমে দলের অধিনায়ক মিচেল মার্শ সর্বোচ্চ ৭১ রান (৫৬ বলে) করেন। এছাড়া মার্নাস ল্যাবুশেন করেন ৪৪ রান (৬৩ বলে)। ২৩ রান করেন অ্যাবোট। দক্ষিণ আফ্রিকার জেনসেন একাই ৫ উইকেট তুলে নেন। ৪ উইকেট নেন কেশব মহারাজা।
Discussion about this post