স্পোর্টস ডেস্ক:: দক্ষিণ আফ্রিকার বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন মার্কো জানসেন। সিএসএ নারী বর্ষসেরা হয়েছেন লরা উলভার্ট। চমক দেখিয়েছেন এই নারী ক্রিকেটার। বর্ষসেরাসহ একাই জিতেছেন পাঁচটি পুরস্কার।
প্রোটিয়া নারী দলের অধিনায়ক উলভার্ট ছিলেন দারুণ ফর্মে। দুর্দান্ত সময় কাটিয়ে একাধিক পুরস্কার নিজের নামে করে নিয়েছেন।২০২৩-২৪ মৌসুমে দারুণ ফর্মে ছিলেন উলভার্ট। ওয়ানডে এবং টি-টোয়েন্টি দক্ষিণ আফ্রিকার হয়ে এই সময়ে সর্বোচ্চ রান তারই। অধিনায়কত্বও করেছেন দাপটের সাথে। সমর্থকদের ভোটেও সেরার পুরস্কার জিতেছেন উলভার্ট।
বর্ষসেরা নারী খেলোয়াড়ের পাশাপাশি বর্ষসেরা ওয়ানডে এবং টি-টোয়েন্টি নারী খেলোয়াড়ের পুরস্কারও জিতে নিয়েছেন উলভার্ট। বর্ষসেরা পুরুষ খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন জানসেন। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে ১৭ উইকেট শিকার করেন জানসেন। ব্যাটিং দিয়েও দলে অবদান রেখেছেন প্রয়োজনের সময়।
বর্ষসেরা টেস্ট খেলোয়াড়ের খেতাব জিতেছেন ডেভিড বেডিংহ্যাম। বর্ষসেরা উদীয়মান (নিউ কামার) প্লেয়ারও হয়েছেন বেডিংহ্যাম। ওয়ানডেতে বর্ষসেরা প্লেয়ার হয়েছেন কুইন্টন ডি কক। টি-টোয়েন্টিতে বর্ষসেরা প্লেয়ার হয়েছেন রিজা হেনড্রিক্স।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০