স্পোর্টস ডেস্কঃ ঘরের মাঠে উইন্ডিজের বিপক্ষে আগামী ১৬, ১৮ ও ২১ মার্চ তিনটি ওয়ানডে খেলবে দক্ষিণ আফ্রিকা। ওয়ানডের পর তিনটি টি-টোয়েন্টিও খেলবে দু’দল। সিরিজটি হবে ২৫, ২৬ ও ২৮ মার্চ। সাদা বলের আগে হবে টেস্ট সিরিজ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে ২৮ ফেব্রুয়ারি। পরের ম্যাচটি হবে ৮ মার্চ।
আসন্ন সিরিজগুলোর আগে প্রোটিয়াদের ব্যাটিং কোচ হিসেবে নিযুক্ত হয়েছেন নেইল ম্যাকেঞ্জি। দলটির স্থায়ী ব্যাটিং কোচ কে হবেন, সেটা অবশ্য আরও কিছুদিন পর জানাবে ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)। আসন্ন এই সিরিজে স্বাগতিকদের টেস্ট দলের অধিনায়কত্ব করবেন টেম্বা বাভুমা। হেড কোচ শুকরি কনরাডের পছন্দেই ডিন এলগারের জায়গায় অধিনায়কত্ব করবেন তিনি।
ম্যাকেঞ্জি ২০১৮ সালের জুলাইয়ে সাদা বলের দুই ফরমেটে বাংলাদেশ দলের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব নেন। টাইগারদের ব্যাটিং উন্নতিতে কাজ করেছেন দুই বছরের বেশি সময়। ২০২০ সালের আগস্টে বাংলাদেশ দলকে বিদায় বলে দেন দক্ষিণ আফ্রিকার হয়ে ৫৮ আর ৬৪টি ওয়ানডে খেলা ম্যাকেঞ্জি।
দক্ষিণ আফ্রিকার টেস্ট স্কোয়াড: টেম্বা বাভুমা (অধিনায়ক), জেরল্ড কুটসিয়া, টনি ডি জরজি, ডিন এলগার, সাইমন হার্মার, মার্কো ইয়ানসেন, হাইনরিখ ক্লসেন, কেশভ মহারাজ, এইডেন মারক্রাম, ভিয়ান মুল্ডার, সেনুরান মুথুসামি, আনরিখ নরকিয়া, কিগান পিটারসেন, কাগিসো রাবাদা ও রিয়ান রিকেলটন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post