স্পোর্টস ডেস্কঃ চোটের কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন ভারতের পেসার মোহাম্মদ শামি। গত মাসে শেষ হওয়া বিশ্বকাপে গোড়ালিতে চোট পেয়েছিলেন ডানহাতি এই পেসার। ফলে অনিশ্চিত ছিলেন প্রোটিয়াদের বিপক্ষে সাদা পোশাকের লড়াইয়ে। শনিবার এক বিবৃতিতে বিসিসিআই নিশ্চিত করেছে শামির ছিটকে যাওয়া।
দক্ষিণ আফ্রিকায় ভারতের ওয়ানডে সিরিজ শুরু হবে আগামীকাল (রোববার)। দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু ২৬ ডিসেম্বর। এর আগে হওয়া ওয়ানডে থেকে পারিবারিক কারণে নাম তোলে নিয়েছেন পেসার দীপক চাহার। তার জায়গায় ওয়ানডে দলে যুক্ত করা হয়েছে আকাশ দীপকে। এদিকে শামি গত মাসে বিশ্বকাপ ফাইনাল খেলা ভারতের সর্বোচ্চ উইকেট শিকারি বোলার ছিলেন।
দক্ষিণ আফ্রিকার কন্ডিশনে শামির মতো বোলারকে না পাওয়া মানে ভারতের জন্য বড় ঘাটতি নিশ্চিতভাবেই। শুধু দারুণ স্কিলফুল বোলার বলেই নয়, সেখানে সাফল্যের অভিজ্ঞতাও আছে তার। প্রোটিয়াদের বিপক্ষে ১১ টেস্টে ৪৮ উইকেট শামির, এর মধ্যে দক্ষিণ আফ্রিকাকই নিয়েছেন ৮ টেস্টে ৩৫ উইকেট। এবার তাকে ছাড়াই সাদা পোশাকের সিরিজ খেলতে হবে ভারতকে।
ভারতের টেস্ট দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, যশস্বী জয়সোয়াল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, রুতুরাজ গায়কোয়াড়, ঈশান কিষান (উইকেটকিপার), লোকেশ রাহুল (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, শার্দূল ঠাকুর, মোহাম্মদ সিরাজ, মুকেশ কুমার, যশপ্রীত বুমরা (সহ-অধিনায়ক) ও প্রসিধ কৃষ্ণা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post