স্পোর্টস ডেস্ক:: দেশের ক্রিকেটে এখন আলোচনায় লিটন দাস। দীর্ঘ দিন অফ ফর্মে থাকা এই ক্রিকেটার ফর্মে ফিরেছেন। তবে তার আগেই বাদ পড়েছেন চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে। বাংলাদেশ দল থেকে বাদ পড়েই লিটন দাস রীতিমতো জ্বলে উঠছেন। সেঞ্চুরি হাঁকিয়ে নির্বাচকদের পাল্টা জবাবও দিয়েছেন।
এরই মধ্যে চট্টগ্রামে সবচেয়ে খারাপ পরিস্থিতির শিকার হয়েছেন লিটন দাস। ১৬ জানুয়ারি ফরচুন বরিশালের বিপক্ষে ফিল্ডিং করার সময় দর্শকদের ‘লিটন ভুঁয়া, ভুঁয়া’ ধ্বনি শুনতে হয়েছে তাকে। দেশের সেরা একজন ক্রিকেটারের যে কিছুই করার ছিল না। অসহায়ের মতো থাকিয়ে ছিলেন গ্যালারির দিকে, দর্শকদের দিকে।
এঘটনার পর লিটন দাসের পাশে দাঁড়িয়েছে তার ফ্র্যাঞ্চাইজি ঢাকা ক্যাপিটালস। পাশে দাঁড়িয়েছে রংপুর রাইডার্সও। সামাজিক যোগাযোগ মাধ্যমে সমর্থকদের কড়া জবাব দিয়েছে এ দুই ফ্র্যাঞ্চাইজি।
দর্শকেরা যখন গ্যালারি থেকে বার বার অসম্মান করছিলেন, লিটন দাস তখন অসহায়ের মতো দাঁড়িয়ে ছিলেন। ঘটনার শুরু ফরচুন বরিশাল ও ঢাকা ক্যাপিটালস ম্যাচে লিটন যখন বাউন্ডারিতে ফিল্ডিং করছিলেন। হঠাৎ করে বেশ কিছু দর্শক তাঁকে উদ্দেশ্য করে ‘লিটন ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকে।
গ্যালারিতে থাকা দর্শকেরা বেশ লম্বা সময় ধরে এভাবে বিরক্ত করতে থাকেন লিটনকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় উঠে। প্রতিবাদ জানিয়ে লিটনের ফ্র্যাঞ্চাইজি ঢাকা ক্যাপিটালস অফিশিয়াল পেজে লিখেছে, ‘আপনি হয়তো একটি ঝাপসা ভিডিওতে কাউকে দুয়োধ্বনি শুনতে দেখছেন, আমরা দেখছি একজন জাতীয় নায়কের বিপিএল ইতিহাসের দ্রুততম শতক হাঁকিয়ে রেকর্ড গড়া পার্টনারশিপের অংশ হয়ে ওঠা। আপনি সমালোচনা দেখেন, আমরা দেখি একজন তারকা ব্যাটারের দেশের হয়ে সবচেয়ে বড় ওয়ানডে ইনিংস খেলা এবং দেশের হয়ে টেস্ট র্যাঙ্কিংয়ে ব্যাটার হিসেবে সর্বোচ্চ স্থানে আসা। আপনি বাধাবিপত্তি দেখেন, আমরা দেখি ঐতিহাসিক কিছু মুহূর্তের সৃষ্টি। লিটন, আপনি আমাদের ভালোবাসার প্রতীক। আপনি আমাদের গৌরব।’
লিটনের ছবি জুড়ে দিয়ে রংপুর রাইডার্স সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছে ‘লাল-সবুজের জার্সিতে ব্যাট হাতে লিখেছেন অসংখ্য রূপকথা, আমাদের দিয়েছেন উদ্যাপনের উপলক্ষ! আমরা সেই লিটন দাসকেই মনে রাখি, সমর্থন করি।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০