স্পোর্টস ডেস্কঃ গত জুলাইয়ে কোপা আমেরিকার ম্যাচে গ্যালারিতে উঠে দর্শকদের সঙ্গে হাতাহাতিতে জড়ানো উরুগুয়ের ফুটবলার দারউইন নুনেজকে ৫ আন্তর্জাতিক ম্যাচে নিষিদ্ধ করা হয়েছে। এই লিভারপুল ফরোয়ার্ড ছাড়াও নিষেধাজ্ঞা পেলেন আরও কয়েকজন। এই তালিকায় আছেন হোসে মারিয়া হিমেনেস, রোনাল্দ আরাউহো ও রদ্রিগো বেন্তানকুর।
কোপা আমেরিকার সেমিফাইনালে কলম্বিয়ার বিপক্ষে ১-০ গোলে হারের পর হুট করে গ্যালারির দিকে তেড়ে যান উরুগুয়ের বেশ কয়েকজন ফুটবলার। সেখানে প্রতিপক্ষের দর্শকদের সঙ্গে হাতাহাতিতে জড়ান তারা। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে অনেকটাই স্পষ্ট দেখা যায়, দর্শকদের সঙ্গে বিবাদে উরুগুয়ের প্রায় সব ফুটবলারের অংশগ্রহণ ছিল।
এদিকে বুধবার এক বিবৃতিতে উরুগুয়ে ফুটবলারদের শাস্তির বিষয়টি নিশ্চিত করেছে কনমেবলের গভর্নিং বডি। পাঁচ ফুটবলারকে নিষেধাজ্ঞার পাশাপাশি ১১ জনকে জরিমানা করা হয়েছে। উরুগুয়ের ফুটবল এসোসিয়েশনকেও ২০ হাজার ডলার জরিমানার পাশাপাশি সতর্ক করেছে কনমেবল। একইসঙ্গে পরবর্তী ছয় মাস যেকোনো প্রতিযোগিতায় স্টেডিয়ামে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এসোসিয়েশন প্রধান মার্সেলো গারসিয়াকে।
এই শাস্তির বিরুদ্ধে আগামী ৭ দিনের মধ্যে আপিল করতে পারবেন উরুগুয়ে এসোসিয়েশন ও শাস্তিপ্রাপ্ত ফুটবলাররা। তবে নিশ্চিতভাবেই এটি দলটির জন্য বড় ধাক্কা। কারণ ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে কয়েকদিন পরই মাঠে নামার কথা রয়েছে উরুগুয়েসহ লাতিন দেশগুলোর। যেখানে নিষেধাজ্ঞা পাওয়া ফুটবলারদের ছাড়াই উরুগুইয়ানদের খেলতে হবে। আগামী সেপ্টেম্বর ও অক্টোবরে ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের কয়েকটি ম্যাচ আছে উরুগুয়ের। এসব ম্যাচে নুনেজ, হিমেনেসদের পাবেন না কোচ মার্সেলো বিয়েলসা। লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইয়ে এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলে চারটি জিতে ১৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে উরুগুয়ে। শীর্ষে আছে আর্জেন্টিনা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০