নিজস্ব প্রতিবেদকঃ বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডে নিজেদের দ্বিতীয় ম্যাচে লেবাননের মুখোমুখি বাংলাদেশ। মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৬টায় শুরু হওয়া ম্যাচে দর্শকে টইটুম্বুর বসুন্ধরা কিংস অ্যারেনার গ্যালারি। কারও হাতে হাতে পতাকা। মুখে লাল সবুজের উল্কি। বাংলাদেশ, বাংলাদেশ উল্লাস ধ্বনি। স্টেডিয়ামের প্রবেশ মুখে লেগে আছে দর্শকের দীর্ঘ সারি।
আগের ম্যাচে বাংলাদেশ একাদশে থাকা সাদ উদ্দিন ও রাকিব হোসেন এই ম্যাচে নিষিদ্ধ। তরুণ ফরোয়ার্ড শেখ মোরসালিন মদ কান্ডে ক্লাব ও জাতীয় দলে নিষিদ্ধ ছিলেন। আর্থিক জরিমানায় ছাড় পাওয়ায় তার আবার জাতীয় দলের দরজা খুলেছে। গত ম্যাচে খেলেছিলেন বদলি হয়ে। রাকিবের অনুপস্থিতিতে আজ সুযোগ পেয়েছেন শুরুর একাদশেই। ডিফেন্ডার সাদ উদ্দিনের জায়গায় খেলছেন ইসা ফয়সাল।
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম লেগে ৭-০ গোলে হেরে গ্রুপ পর্ব শুরু করে বাংলাদেশ। অন্যদিকে ফিলিস্তিনের সাথে গোলশুন্য ড্র করে পথচলা শুরু লেবাননের। এই ম্যাচ থেকে পয়েন্ট আদায়ে মরিয়া বাংলাদেশ। সংবাদ সম্মেলনে কোচ হাবিয়ের কাবরেরা ও অধিনায়ক জামাল ভূঁইয়ার কণ্ঠে এমনটাই বারবার শোনা গেছে।
বাংলাদেশ একাদশ: মিতুল মারমা, শাকিল হোসেন, বিশ্বনাথ ঘোষ, তারিক কাজী, ইসা ফয়সাল, মোহাম্মদ হৃদয়, সোহেল রানা, সোহেল রানা জুনিয়র, জামাল ভূঁইয়া, শেখ মোরছালিন ও ফয়সাল আহমেদ ফাহিম।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০
Discussion about this post