স্পোর্টস ডেস্কঃ এশিয়ার চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার বিপক্ষে রোমাঞ্চকর জয় পেয়েছে ভারত। তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে মঙ্গলবার হার্দিক পান্ডিয়ার দল জিতেছে মাত্র ২ রানে। মুম্বাইয়ে শেষ ওভার রোমাঞ্চে পাওয়া জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেলো স্বাগতিকরা। জয়ের জন্য লঙ্কানদের দরকার ছিল ৬ বলে ১৩ রান। স্পিনার অক্ষর প্যাটেলের করা শেষ ওভারে ১১ রানের বেশি নিতে পারেন নি সফরকারীরা।
কিন্তু শেষ ওভারে কেন অক্ষরকে বল করতে এনেছিলেন অধিনায়ক হার্দিক? অক্ষর প্রথম বলে ওয়াইড করেন। পরের বলে সিঙ্গেল নেন কাসুন রাজিতা। ওভারের তৃতীয় বলে ছক্কা মেরে ম্যাচ জমিয়ে দেন চামিকা করুণারত্নে। ছক্কার পরে ৩ বলে শ্রীলঙ্কার জয়ের জন্য দরকার ছিল ৫ রান। চতুর্থ বলটি ছিল ডট। পঞ্চম বলে রান আউট হন রাজিতা। শেষ বলে চামিকা সিঙ্গেল নিলে ২ রানের রোমাঞ্চকর জয় পায় হার্দিকরা। শ্রীলঙ্কা ১৬০ রানে গুটিয়ে যায়।
অক্ষরকে শেষ ওভারে বোলিং দেওয়া প্রসঙ্গে ভারত অধিনায়ক হার্দিক বলেন, ‘আমরা এখানে, সেখানে ম্যাচ হারতে পারি। কিন্তু এটা ঠিক আছে। তরুণ খেলোয়াড়রাই আমাদের খেলায় ফিরিয়ে এনেছে। আমি তাকে (অক্ষর) দেখেছি। আমি এই দলটিকে কঠিন পরিস্থিতিতে ফেলতে চাই কারণ এটি আমাদের বড় খেলায় সাহায্য করবে। সত্যি কথা বলতে, সমস্ত তরুণ আমাদের আজকের পরিস্থিতি থেকে বের করে এনেছে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post