স্পোর্টস ডেস্কঃ উইন্ডিজের বিপক্ষে ৫ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে হারল ভারত। বৃহস্পতিবার রাতে ৪ রানে হেরেছে হার্দিক পান্ডিয়ার দল। ত্রিনিদাদে ভারত নিজেদের ২০০তম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামে। মাইলফলকের ম্যাচে হারের তেতো স্বাদ সঙ্গী হয়েছে তাদের।
পাকিস্তানের পরে দ্বিতীয় দল হিসেবে ২০০ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামা ভারতের ইনিংস থামে ৯ উইকেটে ১৪৫ রানে। এর আগে ব্যাট করে উইন্ডিজ করেছিল ১৪৯ রান। ৪ রানের জয়ে ৫ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেলো ক্যারিবিয়ানরা। দু’দলের মধ্যকার ওয়ানডে সিরিজ জিতেছিল ভারত।
প্রথম টি-টোয়েন্টিতে হারের কারণ হিসেবে দলগত ব্যর্থতাকে দাঁড় করালেন অধিনায়ক হার্দিক। ম্যাচ শেষে তিনি বলেন, ‘আমি সর্বদা বলি, টি-টোয়েন্টি ক্রিকেটে যদি দল উইকেট হারাতে থাকে, তবে যে কোনও টার্গেই কঠিন মনে হবে। এক্ষেত্রে ঠিক সেটাই হয়েছে। গোটা দুয়েক বড় শটই ম্যাচের মোড় দিকে ঘুরিয়ে দিতে পারে। হাতে উইকেট থাকলে রান তাড়া করা কঠিন হয় না। তবে আমরা পরপর উইকেট হারানোয় রান তাড়া থমকে যায়। তাছাড়া বেশ কিছু ভুল ভ্রান্তিও করি আমরা, ম্যাচের ফলাফলে যার প্রভাব পড়ে।’
আগে ব্যাট করতে নেমে ৩২ বলে ৩টি করে ছক্কা ও চারে সর্বোচ্চ ৪৮ রান করেন উইন্ডিজ অধিনায়ক রভম্যান পাওয়েল। ৩৪ বলে ৪১ রান করেন নিকোলাস পুরান। তাঁর ব্যাটে ছিল ২টি করে ছক্কা ও চারের মার। ১৯ বলে ৪টি চার ও একটি ছক্কায় ২৮ রান করেন ওপেনার ব্রেন্ডন কিং।
ভারতের পক্ষে ২টি করে উইকেট পান আর্শদীপ সিং ও যুজবেন্দ্র চাহাল। হার্দিক পান্ডিয়া ও কুলদীপ যাদব নিয়েছেন একটি করে উইকেট। অক্ষর প্যাটেল ও অভিষিক্ত মুকেশ কুমার কোনো উইকেট পাননি। এই ম্যাচে অভিষেক হয়েছে আইপিএল মাতানো তিলক ভার্মারও।
জবাব দিতে নেমে পাওয়ার প্লে-র মধ্যে ২ উইকেট হারিয়ে ফেলে ভারত। শুবমান গিল আউট হন মাত্র ৩ রান করে। আরেক ওপেনার ঈশান কিষান ৬ রানের বেশি করতে পারেন নি। এরপর ভারতকে টেনে তোলেন সূর্যকুমার যাদব ও অভিষিক্ত তিলক ভার্মা। দুজনে মিলে তৃতীয় উইকেট জুটিতে তোলেন ৩৯ রান।
২১ বলে ২১ রান করে ফিরেন যাদব। ২২ বলে ৩৯ রান করে আউট হয়ে যান অভিষিক্ত তিলক। তাঁর ব্যাট থেকে আসে ৩ ছক্কা ও ২ চারের মার। যাদব-তিলকের বিদায়ে বিপদে পড়ে ভারত। সেখান থেকে সফরকারীদের জয়ের সম্ভাবনা জাগে পঞ্চম উইকেটে সাঞ্জু স্যামসন ও পান্ডিয়ার ৩৬ রানের জুটিতে।
কিন্তু শেষ পর্যন্ত ভারতের ব্যাটাররা আর পারেন নি। ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে তুলতে পারে ১৪৫ রান। এমনকি শেষ ওভারে ১০ রানের সমীকরণ মেলাতে পারে নি তারা। শেষ ওভারে জিততে হলে ভারতকে করতে হতো ১০ রান। এমন সমীকরণের সামনে দাঁড়িয়ে প্রথম বলে উইকেট হারায় দলটি।
হোল্ডার ৪ ওভারে ১৯ রানে নেন ২ উইকেট। ম্যাচের সেরাও এই পেস বোলিং অলরাউন্ডার। ওবেড ম্যাককয় ২৮ রানে ও রোমারিও শেফার্ড ৩৩ রানে নেন ২টি করে উইকেট। স্পিনার আকিল হোসেন ১৭ রান দিয়ে ধরেন একটি শিকার। তবে আলজারি জোসেফ এই ম্যাচে ছিলেন বেশ খরুচে। ৪ ওভারে ৩৯ রান দিয়ে উইকেটশূন্য থাকেন ডানহাতি এই পেসার।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post