স্পোর্টস ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট নিশ্চিত করেছে আফগানিস্তান। শুক্রবার পাপুয়া নিউগিনিকে ৭ উইকেটে হারিয়ে ‘সি’ গ্রুপের দ্বিতীয় দল হিসেবে সুপার এইট নিশ্চিত করেছে আফগানরা। একই গ্রুপ থেকে আগেই সুপার এইট নিশ্চিত করেছে উইন্ডিজ। এদিকে ‘সি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে উগান্ডাকে হারিয়েছিল রশিদ খানের দল। এরপর তারা হারায় শক্তিশালী নিউজিল্যান্ডকে। তাতে অপরাজিত থেকে সুপার এইটের টিকেট নিশ্চিত করল মধ্য এশিয়ার দেশটি।
টানা জয়ে সুপার এইট নিশ্চিতের পর দলের পারফরম্যান্সে সন্তুষ্ট আফগানিস্তান অধিনায়ক রশিদ খান। তিনি বলেন, ‘পরের রাউন্ডে যেতে পারার অনুভূতিটা দারুণ। টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবার সুপার এইটে উঠল আফগানিস্তান। কন্ডিশনের সঙ্গে খুব দ্রুত মানিয়ে নিয়ে ছেলেরা দুর্দান্ত খেলেছে। আমার জন্য এটি খুবই তৃপ্তিদায়ক।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post