স্পোর্টস ডেস্কঃ আউট হয়ে ফিরে গেলেন মুশফিকুর রহিমও। এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে বিপদ বেড়েছে বাংলাদেশ শিবিরে। পঞ্চম উইকেটের পতন ঘটেছে দলের।
ইনিংসের ৩৩তম ওভারে মাথিশা পাথিরানার বাউন্সে কাঁটা পড়েছেন মুশফিক। আপারকাট শট খেলতে গিয়ে থার্ড ম্যান অঞ্চলে করুণারত্নের সহজ ক্যাচে পরিণত হন। ১ বাউন্ডারিতে মাত্র ২২ বলে ১৩ রান করেই ফিরতে হয়ে এই তারকাকে।
মুশফিকের বিদায়ে ভাঙে শান্তর সাথে তার ৩২ রানের জুটি। এতে করে বিপদ ঘনিভূত হয় দলটির। কেননা দলের রান নেই একেবারে। ৩৩ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে মাত্র ১২৭ রান। এক নাজমুল হাসান শান্ত ছাড়া কেউ রান করতে পারেননি। তিনি ফিফটি হাঁকিয়ে ব্যাট করে যাচ্ছেন।
Discussion about this post