স্পোর্টস ডেস্কঃ ইউরোর কোয়ার্টার ফাইনালে মাঠে নামছে স্বাগতিক জার্মানি ও স্পেন। আগামীকাল রাতে জার্মানদের বিপক্ষে মাঠে নামার আগে দলের মূল শক্তির উৎসের বিষয়ে জানালেন স্প্যানিশ মিডফিল্ডার মিকেল মেরিনো। রিয়াল সোসিয়েদাদের ২৮ বছর বয়সী এই মিডফিল্ডার বার্তা সংস্থা রয়টার্সকে জানান, ‘এই দলের প্রায় সবাই আমরা পরস্পরকে দীর্ঘদিন ধরে চিনি। আমার খেলা সম্ভবত সবচেয়ে নিবিড়ভাবে আঁটসাঁট দল এটি এবং আমার মনে হয়, এটিই এই দলের সবচেয়ে বড় শক্তি- আমাদের ভাতৃত্ববোধ ও দলীয় চেতনা।’
মেরিনো আরও বলেন, ‘আমাদের জন্য এটা বিশাল এক সুবিধা। লুইস এনরিকের কোচিংয়েও জাতীয় দলে খেলেছি আমি। তবে খেলোয়াড় হিসেবে আমাদের জন্য এখনকার ব্যাপারটি পুরো ভিন্ন। তিনি (দে লা ফুয়েন্তে) আমাদের সবাইকে খুব ভালো করে চেনেন এবং সবচেয়ে যেটা জরুরি, আমরা তাকে খুব ভালোভাবে চিনি। আমরা জানি, তিনি আমাদের কাছে কী চান। তিনি যে ফুটবল খেলাতে চান, কোন ধরনের মানসিকতা দরকার হয় এতে, সবকিছু আমরা জানি। তাকে কোচ হিসেবে পাওয়া যেমন আমাদের জন্য দারুণ, তেমনি এটাও বড় সুবিধা যে আমাদের প্রত্যেকের খুঁটিনাটি সবকিছু তিনি জানেন। এজন্যই অন্য বেশির ভাগ জাতীয় দলের চেয়ে আমরা অনেক বেশি সম্পৃক্ত ও পরস্পরের সম্পর্ক দারুণ। এই ধরনের রসায়ন শুধু ক্লাব ফুটবলেই সাধারণত দেখা যায়।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post