স্পোর্টস ডেস্কঃ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের বিপক্ষে দারুণ এক জয় পেয়েছে বাংলাদেশ দল। নেপিয়ারে প্রথমবার কিউইদের তাদের ঘরের মাঠে হারিয়ে ইতিহাস গড়েছে টাইগাররা। ৫ উইকেটের সেই জয় দাপটের সহিত খেলেই পেয়েছে বাংলাদেশ।
টস জিতে ফিল্ডিং করতে নেমে ইনিংসের শুরু থেকেই কিউইদের চেপে ধরে টাইগার বোলাররা। ১ রানেই ৩ উইকেট হারিয়ে ফেলে নিউজিল্যান্ড। এরপরও আসা-যাওয়ার মিছিল চলতে থাকে দলটির ব্যাটারদের। তবে এক প্রান্ত আগলে রাখার চেষ্টা করেছিলেন জিমি নিশাম। এই বাঁহাতি খেলেছেন ৪৮ রানের ইনিংস। তবে বাকিদের ব্যর্থতায় বড় পুঁজি পায়নি কিউইরা।
বড় পুঁজি না পাওয়াতেই হার দেখতে হয়েছে নিউজিল্যান্ডকে। এর জন্য দ্রুত উইকেট হারানোকেই দায় দিচ্ছেন নিশাম। তার মতে, ভালো মোমেন্টাম যখন পাচ্ছিলেন, তখনই উইকেট হারানো কাল হয়ে দাঁড়ায় তাদের জন্য। এমন হারকে হজম করা কঠিন বলছেন নিশাম। তবে সবকিছুর পর বাংলাদেশকেই কৃতিত্ব দিতে ভুলছেন না তিনি।
ম্যাচ শেষে নিশাম বলেন, ‘আমাদের উইকেট পড়ার সময়টা ভালো ছিল না। বিশেষ করে যখনই মোমেন্টাম পাচ্ছিলাম, তখনই উইকেট হারিয়েছি। আমি নিজেও অসময়ে আউট হয়েছি। এই ফলটা হজম করা কঠিন।’
নিশাম আরও বলেন, ‘বাংলাদেশকেই পুরো কৃতিত্ব দিতে হবে। তারা ম্যাচের শুরু থেকেই খুবই অনুরাগী ছিল। কিছু মোমেন্টামও পেয়েছে। আমাদের জন্য এটা আরেকটা দিন। আরও ১৫/২০ রান বেশি করতে পারলে, ম্যাচের চিত্রটা ভিন্ন হতে পারত। তবে তারা ভালো খেলেছে। জয়টা তাদেরই প্রাপ্য।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post