স্পোর্টস ডেস্ক:: বাংলাদেশ দল চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় নিয়েছে। নিউজিল্যান্ডের বিপক্ষে হারের ম্যাচে দুই অভিজ্ঞ, সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদের বাজে ভাবে আউট হওয়া নিয়ে সমালোচনা চলছে। সমালোচনা হচ্ছে সৌম্য সরকারকে বাদ দেওয়া নিয়েও। তবে ম্যাচ হারের পর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত পাশে দাঁড়িয়েছেন দুই সিনিয়রের। আগলে রাখলেন তাদের। দায় দিতে নারাজ সিনিয়রদের কাঁধে।
টাইগার অধিনায়ক জানিয়েছেন, দলে অটো চয়েস কেউ নেই। সৌম্যের বাদ পড়া, মুশফিকের একাদশে থাকা আর মাহমুদউল্লাহর ফেরার ব্যাখাও দিয়েছেন তিনি। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ ছিলো বাংলাদেশের বাঁচা-মরার লড়াই। যে লড়াইয়ে ৫ উইকেটে হেরে বিদায় নিয়েছে বাংলাদেশ দল। টাইগারদের করা ২৩৬ রান পাঁচ উইকেট হাতে রেখেই টপকে গেছে ব্ল্যাকক্যাপসরা।
অথচ আগে ব্যাট করতে নামা বাংলাদেশ শুরুটা করে বেশ ভালো। একটা সময় ২ উইকেটে রান ছিল ৯৭। হঠাৎ ছন্দপতন। তাওহিদ হৃদয়, মুশফিক ও মাহমুদউল্লাহ আউট হয়ে যান ছয় ওভারের মধ্যে। অফ স্পিনার মাইকেল ব্রেসওয়েলের করা ওভারে তিনজনই আউট হন বাজে ভাে। যেনো বাজে খেলার প্রতিযোগিতায় নেমে ছিলেন তারা। দু্ই অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহর শটই বেশি বাজে লেগেছে সবার কাছে। হারের দায় তাই তাদের কাঁদেও পড়ে। তবে অধিনায়ক সেটি মানতে নারাজ।
ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, “দুজন সিনিয়র ক্রিকেটারকে আলাদাভাবে দেখতে চাই না। আমার মনে হয়, পুরো দল হিসেবে ম্যাচটি আমরা ভালো খেলিনি। সিনিয়র ক্রিকেটার বলে তার কাছে প্রত্যাশা অনেক বেশি থাকবে, এরকম নয়। পুরো ব্যাটিং গ্রুপ আমরা ভালো করিনি।”
২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর থেকে নিউজিল্যান্ড ম্যাচের আগ পর্যন্ত ওয়ানডেতে বাংলাদেশর সর্বোচ্চ সংগ্রাহক সৌম্যের বাদ পড়া ও মুশফিকের একাদশে থাকা নিয়ে শান্ত বলেন, “এই দলে কেউ অটো চয়েস নেই। সৌম্য টপ অর্ডারে ব্যাট করে এবং রিয়াদ ভাই লোয়ার-মিড অর্ডারে ব্যাট করে। সৌম্য যদি খেলত…কোথায়… আমাদের ব্যাটিং অর্ডার অনেক বেশি পরিবর্তন করতে হতো। রিয়াদ ভাইয়ের খেলাটা প্রয়োজন ছিল, যদি সবশেষ চার-পাঁচটি ইনিংস দেখেন, রিয়াদ ভাই খুবই ভালো ব্যাটিং করেছেন। ওই জায়গায় রিয়াদ ভাই গুরুত্বপূর্ণ ছিল।মুশফিক ভাইয়ের সবশেষ পাঁচ ইনিংস নিয়ে আমি একদমই চিন্তিত ছিলাম না। কারণ, মুশফিক ভাইয়ের কিপিং অনেক গুরুত্বপূর্ণ এবং বছরের পর বছর ধরে দেখেছি, দলের প্রতি তার কত অবদান। সবশেষ দুই-তিন ইনিংসে তার হয়নি, হতেই পারে এরকম। হয়তো পরের ম্যাচে উনি ঘুরে দাঁড়াবেন।”
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০