স্পোর্টস ডেস্ক:: তিনি প্রধান কোচ। অথচ দল গঠনে তার কথার কোনো গুরুত্ব নেই। অধিনায়ক নির্বাচনেও মতামত নেওয়া হয়নি তার। যে দলে তার গুরুত্ব নেই, সে দলের দায়িত্বেও তিনি থাকতে চাইলেন না। পাকিস্তানের সাদা বলের প্রধান কোচ গ্যারি কারস্টেন ক্রিকেট বোর্ডের সাথে বনিবনা না হওযায় দায়িত্ব ছেড়ে দিলেন।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) দল ও অধিনায়ক নির্বাচনে গ্যারি কারস্টেনকে গুরুত্ব দিচ্ছিলো না। এ নিয়ে দুই পক্ষের বিরোধ চলছিলো ভেতরে ভেতরে। ক্রিকেট বোর্ড সম্প্রতি অস্ট্রেলিয়া ও জিম্বাবুয়ে সফরের জন্য দল ঘোষণা করে। সেই দল নির্বাচনেও গুরুত্ব দেওয়া হয়নি কোচ কারস্টেনকে।
দলে গুরুত্ব না থাকার জন্য দল ঘোষণার পরপরই পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন গ্যারি কারস্টেন। মাত্র ছয় মাস আগে তিনি পাকিস্তান দলের প্রধান কোচের দায়িত্ব নিয়ে ছিলেন। তার অধীনে এখনো ওয়ানডে ফরম্যাটে কোনো ম্যাচ খেলেনি দলটি। পিসিবিও এই কোচের পদত্যাগপত্র গ্রহণ করেছে। সাদা বলের জন্য অন্তবর্তীকালীন কোচ নিয়োগ দিয়েছে। পাকিস্তানের রঙিন বলের কোচ জেসন গিলেম্পি আপাতত দায়িত্ব সামলাবেন।
বাংলাদেশ ও ইংল্যান্ডের কাছে টেস্ট হারের পর পাকিস্তান ক্রিকেট বোর্ড নির্বাচক কমিটি পরিবর্তন করে। নির্বাচকের দায়িত্ব দেওয়া হয় আলিম দার, আকিব জাভেদ ও আজহার আলীকে। নতুন নির্বাচকেরা দায়িত্ব নিয়েই দল গঠণকে কোচদের মতামতকে অগ্রাহ্য করছিলেন। শুধু গ্যারি কারস্টেন নয়, জেসন গিলেম্পির মতামতকেও গুরুত্ব দিচ্ছে না পাকিস্তান। কোচের কোনো মতামতও তারা নিচ্ছিলেন না। বিষয়টি নিয়ে জেসন গিলেম্পি বলেছিলেন, তাঁর কাছে মনে হচ্ছে দলে তাঁর ভূমিকা এখন শুধু ‘ম্যাচ-ডে অ্যানালিস্টের’, চুক্তি অনুযায়ী এমনটা হওয়ার কথা নয়।
রোববার পিসিবি প্রথমে অস্ট্রেলিয়া ও জিম্বাবুয়ে সফরের জন্য ওয়ানডে আর টি-২০ দল ঘোষণা করে। দল ঘোষণার পর নতুন অধিনায়ক নির্বাচন করে পিসিবি। দায়িত্ব দেওয়া হয় মোহাম্মদ রিজওয়ানকে। অধিনায়ক নির্বাচন নিয়ে কারস্টেন নিজের মতামত দিতে চেয়েছিলেন। কিন্তু পিসিবি তাঁর কোনো মতামত না নিয়ে নির্বাচকদের সঙ্গে আলোচনা করে দল ও অধিনায়ক নির্বাচন করেছে। অধিনায়ক ঘোষণার সংবাদ সম্মেলনে ছিলেন পিসিবির চেয়ারম্যান মহসিন নাকভি এবং নির্বাচক কমিটির দুই সদস্য আকিব জাভেদ ও আজহার আলী। এসব কারণে কোচ পদত্যাগ করেছেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০