স্পোর্টস ডেস্ক:: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ক্রিকেটে রীতিমতো উড়ছেন। ব্যাট হাতে দারুণ সময় করা করা দিল্লী ক্যাপিটালসের ব্যাটার জ্যাক ফ্রেসার ম্যাকগার্কের জায়গা হয়নি অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে। এনিয়ে বেশ আলোচনা-সমালোচনা চলছে।
তবে ম্যাকগার্ক নিজেই মেনে নিয়েছেন দলে জায়গা না পাওয়ার কষ্ট। তিনি বুঝতে পারছেন, আইপিএলে পারফরম্যান্স করে বিশ্বকাপ দলে জায়গা পাওয়া কঠিন। আইপিএল আর বিশ্বকাপ যে এক নয় সেটিই তিনি জানিয়েছেন।
অস্ট্রেলিয়ার যে দল সেই দলে নিজের ব্যাটিং অর্ডারই খুঁজে পাননি তিনি। সব জায়গাতেই পরীক্ষিত, অভিজ্ঞরা আছেন। এমন দলে কেবল মাত্র আইপিএলে পারফরম্যান্স করে জায়গা পাওয়া যায় না বলেও মনে করেন এই অজি ক্রিকেটার।
একটি টিভি চ্যানেলকে ম্যাকগার্ক বলেন ‘এটা বুঝতে হবে যে, দলে জায়গা বের করা কঠিন। ডেভিড ওয়ার্নার আছেন সেখানে, তিন সংস্করণ মিলিয়ে আমাদের সর্বকালের সেরা ওপেনার। ট্রাভিস হেড আছেন, এখানে (আইপিএলে) তিনি জ্বলে উঠেছেন এবং গত দেড় বছর ধরেই দারুণ উজ্জ্বল। এরপর আছেন মিচ মার্শ, তিনিও একইরকম এবং দলের অধিনায়কও। ’
নিজের ব্যাটিং অর্ডারের জায়গা খুঁজে পাচ্ছেন না মন্তব্য করে তিনি বলেন, ‘পাঁচ বা ছয় নম্বরেও নিজেকে ব্যাটিংয়ে দেখছি না আমি, কারণ টিম ডেভিড, ক্যামেরন গ্রিন ও এই ধরনের ব্যাটসম্যান দিয়ে জায়গাটি মোটামুটি থিতু। সুযোগ না পাওয়ার ব্যাপারটি তাই এভাবেই দেখি। কোনো সমস্যা নেই। আশা করি, আরও অনেক সময় পড়ে আছে সামনে। ’
আইপিএল আর বিশ্বকাপ দুই জিনিস জানিয়ে তিনি আরো বলেন, ‘এটা (জায়গা না পাওয়া) আমাকে খুব একটা ভাবায়নি, কারণ আমি এখনও এমন কিছু করিনি যে মনে হতে পারে, দলে জায়গা অর্জন করে নিতে পারি। আইপিএল ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের চেয়ে বিশ্বকাপ অনেক বেশি আলাদা। ’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post