স্পোর্টস ডেস্ক:: সবশেষ সাফ চ্যাম্পিয়নশিপেও দুর্দান্ত করেছেন। টুর্নামেন্ট সেরা গোলরক্ষক হয়েছিলেন বাংলাদেশের আনিসুর রহমান জিকো। এবার তারই জায়গা হয়নি জাতীয় দলে। ঘরোয়া লিগে দুর্দান্ত পারফরম্যান্স করে মোহামেডানের গোলক্ষক সুজন হোসেন জায়গা করে নিয়েছেন জাতীয় দলে।
বিশ্বকাপ বাছাইয়ের দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছেন বাংলাদেশের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। কোচের ২৬ জনের দলে জিকো ছাড়াও জায়গা হয়নি ডিফেন্ডার সুমন রেজা, হাসান মুরাদ, ফরোয়ার্ড ফরোয়ার্ড ফয়সাল আহমেদ ফাহিম, মিডফিল্ডার জায়েদ আহমেদ, ফরোয়ার্ড আরমান ফয়সাল আকাশদের।
দলে ফিরেছেন স্ট্রাইকার শেখ মোরসালিন, ডিফেন্ডার সুশান্ত ত্রিপুরা, তারিক কাজী, মেহেদী হাসান, রিমন হোসেন ও মোহাম্মদ আবদুল্লাহ। আগামী ৬ জুন অস্ট্রেলিয়া ও ১১ জুন লেবাননের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলবে বাংলাদেশ দল।
বাংলাদেশের ২৬ জনের দল: গোলকিপার: মিতুল মারমা, মেহেদী হাসান শ্রাবণ, সুজন হোসেন, ডিফেন্ডার: বিশ্বনাথ ঘোষ, রিমন হোসেন, মেহেদী হাসান, তপু বর্মণ, তারিক কাজী, রহমত মিয়া, ইশা ফয়সাল, শাকিল হোসেন, সাদ উদ্দিন, সুশান্ত ত্রিপুরা, মিডফিল্ডার: সোহেল রানা, মোহাম্মদ হৃদয়, সোহেল রানা (জুনিয়র), মজিবুর রহমান জনি, জামাল ভুঁইয়া, চন্দন রায়, সৈয়দ শাহ কাজেম কিরমানি, ফরোয়ার্ড: শেখ মোরসালিন, রাকিব হোসেন, মোহাম্মদ আব্দুল্লাহ, শাহরিয়ার ইমন, রফিকুল ইসলাম ও রাব্বি হোসেন রাহুল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post