নিজস্ব প্রতিবেদকঃ বিপিএলে ফেরা রংপুর রাইডার্সকে এবার নেতৃত্ব দেবেন উইকেটকিপার ব্যাটার নুরুল হাসান সোহান। আগামী ৬ জানুয়ারি থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসর। ২০২২ সালের সর্বশেষ আসরে অংশ নেয়নি রংপুর। এর আগে ২০১৭ সালে চ্যাম্পিয়ন হয়েছিল উত্তরবঙ্গের নামে বিপিএল খেলা দলটি।
রোববার বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে বিপিএল সামনে রেখে অনুশীলন শুরু করেছে রংপুর রাইডার্স। এদিনই সোহানকে আনুষ্ঠানিকভাবে অধিনায়ক ঘোষণা করে দলটি। এর আগে সরাসরি চুক্তিতে দেশি ক্রিকেটারদের মধ্যে তাঁকে নেয় রংপুর। এর আগে বাংলাদেশ জাতীয় দলকেও নেতৃত্ব দিয়েছেন তিনি।
সোহান তার দল নিয়ে বেশ আত্মবিশ্বাসী। সেরা পারফর্ম করেই এবারের বিপিএল মাতাতে চায় রংপুর। তিনি বলেন, ‘আমার কাছে মনে হয় অনেক ইয়াং ও ব্যালেন্স একটা দল। আমরা যদি আমাদের জায়গা থেকে ভালো কিছু করতে পারি, অবশ্যই ভালো কিছু আশা করবো। আমার মনে হয় এটা ভালো একটা প্ল্যাটফর্ম। সবার জন্যই বড় সুযোগ। আমরা যদি সবাই সেরাটা দিতে পারি, ভালো কিছু হবে।’
রংপুর রাইডার্স স্কোয়াড- নুরুল হাসান সোহান (অধিনায়ক), শোয়েব মালিক, পাথুম নিশানকা, হারিস রউফ, মোহাম্মদ নাওয়াজ, জেফ্রি ভ্যান্ডার্সি, সিকান্দার রাজা, শেখ মেহেদী হাসান, হাসান মাহমুদ, নাঈম শেখ, রাকিবুল হাসান, শামীম পাটোয়ারি, রিপন মন্ডল, রনি তালুকদার, পারভেজ হোসেন ইমন, রবিউল হক, আলাউদ্দিন বাবু, আজমাতুল্লাহ ওমরজাই ও অ্যারন জোন্স।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০
Discussion about this post